২১ সেপ্টেম্বর ২০১৮ খ্রীস্টাব্দে, সাধু জন মেরী ভিয়ান্নীর ধর্মপল্লী, মুন্ডুমালায় মাহালী আদিবাসী সম্প্রদায়ের খ্রীষ্টবিশ্বাস গ্রহনের একশত বছরের জুবিলী উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী ও দিনাজপুর ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে মাহালী আদিবাসী সম্প্রদায়ের খ্রীষ্টবিশ্বাসীগণ অংশগ্রহন করেন। শতবর্ষের জুবিলীর পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং তার সঙ্গে ছিলো আরো ২০ জন যাজক, সিষ্টারগণ, কাটেখ্রিষ্টগণ এবং উল্লেখযোগ্য খ্রীষ্টভক্তগণ। বিশপ পবিএ খ্রীষ্টযাগে তার সহভাগিতায় বলেন, আজ আমি পিতা ঈশ্বরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রশংসা করি কারণ দীক্ষাপ্রাপ্ত মাহালী আদিবাসী সম্প্রদায়ের ভাই ও বোনেরা তারা তাদের বিশ্বাসের সাক্ষ্য আমাদের সামনে তুলে ধরেছে। আর তার জন্যই আজ আমরা এই শতবর্ষের জুবিলী উদযাপন করতে পারছি। এর পরে মাহালী আদিবাসী সম্প্রদায়ের জুবিলী কমিটির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শতর্বষের জুবিলী অনুষ্ঠানে প্রায় আনুমানিক দুই হাজার পাঁচশত মাহালী আদিবাসী উপস্থিত ছিলো।
মুণ্ডুমালায় মাহালী আদিবাসীদের খ্রীষ্টবিশ্বাস গ্রহনের শতবছরের জুবিলী উদযাপিত
Please follow and like us: