বিগত ০৩ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার ফৈলজানা ধর্মপল্লীর প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব পালন করা হয়। এ পর্ব উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি হিসেবে খ্রিস্টভক্তগণ নয় দিনের নভেনা প্রার্থনা করেন। খ্রিস্টযাগের শুরুতে গীর্জার বাইরে থেকে সাধু ফ্রান্সিস জেভিয়ারের প্রতিকৃতি বহন করে গীর্জায় স্থাপন করা হয়। অতঃপর রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি প্রতিকৃতিতে মাল্যদান ও ধূপারতি করে খ্রিস্টযাগ আরম্ভ করেন।
উপদেশের পর বিশপ মহোদয় নবগঠিত পালকীয় পরিষদের সদস্য-সদস্যাগণকে শপথ বাক্য পাঠ করান। খ্রিস্টযাগের পর বিশপ মহোদয় ফৈলজানা ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি’র হাতে যুবক্রুশ তুলে দেন। তিনি বলেন, “আগামী বছর আমাদের ধর্মপ্রদেশর যুব দিবস এ ধর্মপল্লীতেই অনুষ্ঠিত হবে। তাই এই যুবক্রুশ তুলে দেওয়ার মধ্য দিয়ে আমি সমস্ত প্রস্তুতি ও আয়োজনের দায়িত্ব আমি ফৈলজানা ধর্মপল্লীর পালক পুরোহিতের উপর ন্যস্ত করছি। আমি ধন্যবাদ জানাই যে, আপনারা এ দায়িত্ব নিতে সদয় সম্মতি দিয়েছেন।” অতঃপর বিশপ মহোদয়কে প্রতিটি ব্লক থেকে মাল্যদান ও উপহার প্রদান করা হয়। অতঃপর পালক পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি সকলের সহাযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ এবং ব্লক ভিত্তিক উপহার প্রদানের জন্য সকলকে ধন্যবাদ জানান। পরিশেষে, বিশপ মহোদয় ধর্মপল্লীর সংস্কারকৃত প্রধান গির্জাটি আশির্বাদ ও উদ্বোধন করেন। শেষে, আশির্বাদিত বিস্কুট সকলের মধ্যে বিতরণ করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার বিকাশ কুজুর, সিএসসি