পুণ্যপিতা ফ্রান্সিস ৮ ডিসেম্বর ২০২০ থেকে ৮ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত সাধু যোসেফে’র বর্ষ ঘোষণা করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় বিগত ৩ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে মথুরাপুর ধর্মপল্লীতে সাধু যোসেফে’র বর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। অর্ধ দিবসব্যাপী অনুষ্ঠানে ধর্মপল্লীর পালকীয় পরিষদ, কুমারী মারীয়া সংঘ এবং প্রভাত তারা সংঘের ৯৮ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

সকাল ৯:৩০ মিনিটে উদ্বোধনী প্রার্থনা ও নৃত্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী স্বাগত বক্তব্যে সাধু যোসেফকে মণ্ডলির একজন নীরব কর্মী হিসাবে আখ্যায়িত করে বলেন, সাধু যোসেফ আমাদের জন্য অনুপ্রেরণার; তিনি যেভাবে মণ্ডলিকেগড়ার কাজে অংশগ্রহণ করেছিলেন আমাদের তেমনি মণ্ডলির কাজে অংশগ্রহণ করতে হয়। এরপর অনুষ্ঠানের মূলভাব “সাধু যোসেফ: পরিবারের রক্ষক ও বিশ্ব মণ্ডলির প্রতিপালক” এর উপর সহভাগিতা করেন ফাদার যোহন মিন্টু রায়। উল্লেখ্য যে, এই মূলভাবের উপরই ফাদার যোহন মিন্টু সাধু যোসেফে’র বর্ষে একটি বই লেখেন। ফাদার তার সহভাগিতায় সাধু যোসেফে’র সামগ্রিক জীবন, কাজ ও গুণাবলীগুলোকে ফুটিয়ে তুলেন।

সেমিনারের দ্বিতীয় ভাগে ছিলো বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ পাপস্বীকার সংস্কার ও খ্রিস্টযাগ। এরপর মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনের কর্মসূচী সম্পন্ন হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার- রিজেন্ট মাইকেল হেম্ব্রম

Please follow and like us: