গত ১২ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ রোজ রবিবার ফৈলজানা ধর্মপল্লীতে পালকীয় ও আগমনকালীন সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন প্রথম খ্রিস্টযাগ উৎসর্গ করেন পালক পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি এবং দ্বিতীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পালক পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি। দ্বিতীয় মিশার পর প্রতিটি ব্লক থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিগণ সেমিনারে যোগদান করেন।

প্রথমেই পালক পুরোহিত উদ্বোধনী বক্তব্য রাখেন। অতঃপর প্রধান বক্তা ফাদার শিশির নাতালে গ্রেগরী রাজশাহী ধর্মপ্রদেশের এ বছরের পালকীয় সম্মেলন-২০২১ এর মূলভাব ‘কৃতজ্ঞ হও’ বিষয়ে উপস্থাপনা করেন। তিনি বলেন, “আমাদের প্রত্যেকেরই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিৎ। কারণ আমরা আমাদের জীবনের সব কিছুই ঈশ্বরের কাছ থেকে পাই। এমন কিছুই নেই যা একান্তই আমাদের। তাই, ছোট ছোট কাজ, কথা ও প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি এবং কৃতজ্ঞ হতে পারি। আসলে প্রতি মুহূর্তেই আমরা বিভিন্নভাবে ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পেয়ে যাই। তাই সব কিছুর জন্য আমাদের কৃতজ্ঞ হতে হয়। এভাবেই আমরা আরও বেশি ভক্তিপরায়ণ ও ঈশ্বর নির্ভরশীল মানুষ হতে পারবো।” উপস্থাপনার পর সাধারণ আলোচনা ছিল। অতঃপর শ্রদ্ধেয় ফাদারকে ধর্মপল্লীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এ সেমিনার সমাপ্ত হয়।

উল্লেখ্য, এ বিশেষ সেমিনারে ফৈলজানা ধর্মপল্লীতে সেবাদানরত এসএমআরএ সিস্টারগণ এবং কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক সার্বিকভাবে সহযোগিতা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার বিকাশ কুজুর, সিএসসি

Please follow and like us: