গত ৬/২/২০২২ খ্রি: রোজ রবিবার দিন জাকজমকপূর্ণ ভাবে মুন্ডুমালা , সাধু জনমেরী ভিয়েন্নী ধর্মপল্লীতে শ্রদ্ধেয় ফা: বার্ণাড টুডু’র রজত জয়ন্তী ২৫ বছর পূর্তি জুবিলী উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে আগত গীর্জা পরিচালকগণ উপস্থিত ছিলেন এবং ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আসা খ্রিস্টভক্তগণ অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠানে প্রথমে ফাদারদ্বয়কে দারাম অনুষ্ঠানের মাধ্যমে গীর্জা সামনে নিয়ে যাওয়া হয় ও পা ধোয়া অনুষ্ঠান করা হয়। পরবর্তীতে খ্রিস্টযাগের জন্য প্রস্তুত করা হয় ও খ্রিস্টযাগ শুরু করা হয়। খ্রিস্টযাগ উৎস্বর্গ করেন শ্রদ্ধেয় ফা: বার্ণাড টুডু এবং সহযোগীতা করেন ফা: পৌল কস্তা। এতে আনুমানিক ৫৫০ জনের মতো খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগ শেষ হওয়ার পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ও জুবিলী উদযাপনকারী ফাদার বার্ণাড টুডুকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল খ্রিস্টভক্তকে জল খাবার দেওয়া হয় এবং পরে বিশেষ অতিথীদের জন্য মধাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়। এরই মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: