বিগত ২১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ রোজ রবিবার সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লী, ফৈলজানায় ‘সিনোডাল চার্চ’ বা মিলন, অংশগ্রহণ ও প্রেরণধর্মী মণ্ডলি হওয়ার ধারায় ধর্মপল্লী পর্যায়ে বিভিন্ন ব্লক কমিটির সদস্যদের নিয়ে অর্ধ দিবসব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনারের কর্মসূচী শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি। উপদেশে তিনি বলেন, সিনড্ শব্দের অর্থ ‘একসাথে পথ চলা’। এই একসাথে পথ চলা শুরু করতে হবে পরিবার থেকেই। এই পথ চলায় সবারই অংশগ্রহণ আবশ্যক। তবেই ‘সিনোডাল চার্চ’ গড়ে তোলা সম্ভব।” খ্রিস্টযাগের পর শুরু হয় মূলপর্ব। সহকারী পালক পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি প্রজেক্টর ব্যাবহার করে মিলন, অংশগ্রহণ ও প্রেরণধর্মী মণ্ডলি বা ‘সিনোডাল চার্চ’ বিষয়ে উপস্থাপনা রাখেন। তিনি সিনডের অর্থ ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এর প্রেক্ষিতে পবিত্র আত্মার কণ্ঠস্বর শুনে নতুন পথের সন্ধান লাভে প্রার্থনা, সংলাপ, বিশ্লেষণ ও পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে একসাথে পথ চলার আহ্বান জানান। শেষে, পালক পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি সকলের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে, মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে এ বিশেষ সম্মেলন সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : শিল্পী এম.কস্তা