স্থান: সাধু আন্তনীর গির্জা, কাতুলী, মথুরাপুর ধর্মপল্লী।
তারিখ: ১৩ মে ২০২২, শুক্রবার, সকাল ৯:৩০
ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১৩ মে ২০২২ খ্রিস্টাব্দ, মথুরাপুর সাধ্বী রীতা’র ধর্মপল্লীর অধীনন্থ কাতুলী গ্রামে পাদুয়ার সাধু আন্তনীর তীর্থোৎসব উদযাপিত হবে।
এ উপলক্ষে সকল মানত আকাঙ্খী, মানত পূরণার্থী, পুণ্যার্থী ও সাধু আন্তনী ভক্তদের আধ্যাত্মিক প্রস্তুতির জন্য ৪-১২ মে ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত নভেনা, পাপস্বীকার ও খ্রিস্টযাগের ব্যবস্থা রাখা হয়েছে।
তীর্থের এ পূণ্য উপাসনায় উৎসবে অংশগ্রহণের জন্য সকলের প্রতি রইল সাদর আমন্ত্রণ। আপনার উপস্থিতি দিনটিকে ঐশ মহিমা প্রকাশে আরো বিশ্বাসে সমৃদ্ধশালী ও পূণ্যমণ্ডিত করে তুলবে।
নভেনা: ৪-১২ মে ২০২২, বিকাল ৪:০০
তীর্থের মহাখ্রিস্টযাগ: ১৩ মে ২০২২, সকাল ৯:৩০
পর্বকর্তা: ৫০০/- টাকা, খ্রিস্টযাগের উদ্দেশ্য : ২০০/- টাকা
যোগাযোগ: ফাদার শিশির নাতালে গ্রেগরী ০১৭৯৪-৫৩২৬৬৫
ফাদার স্বপন পিউরীফিকেশন ০১৭৪৬-১৬৩২০৭
মি: আগষ্টিন রোজারিও ০১৭১৭-১৩৪৩৭০
খ্রিস্টেতে,
পালক-পুরোহিত ও সাধু আন্তনীর তীর্থ উদযাপন কমিটি
সাধ্বী রীতার ধর্মপল্লী, মথুরাপুর, চাটমোহর, পাবনা।