প্রতিনিয়ত আমরা উদ্ভুত সমস্যাগুলো থেকেই নতুন কিছু শিখি। জীবনের পদে পদে বাধা আসে, সংকট আসে। সেগুলো আমাদেরকে ভাবায়, সঠিক করণীয় স্থির করতে, নতুন দিক এবং পথ উন্মোচন করতে আহ্বান করে। এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন ফা: সাগর কোড়াইয়া রচিত ‘বিড়ালপ্রীতি ও অন্ত্যেষ্টিক্রিয়া বইয়ের প্রকাশক ভিক্টর কে. রোজারিও।

গত ১০ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দের একুশের বইমেলায় মোড়ক উন্মোচন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ১৬ মার্চ রাজশাহী ধর্মপ্রদেশের যাজকবর্গের নির্জনধ্যান চলাকালীন সময়ে ধর্মপ্রদেশ পর্যায়ে ‘বিড়ালপ্রীতি ও অন্ত্যেষ্টিক্রিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপসহ কমবেশি সকল যাজকগণই উপস্থিত ছিলেন। বই প্রকাশ উপলক্ষ্যে লেখক ফা: সাগর তার বই প্রকাশের অনুভূতি ব্যক্ত করেন ঠিক এভাবে- যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না, তবে অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। আমি কখনো চিন্তা করিনি বই বের করব। লিখতাম, পড়তাম এইটুকুই শুধু। কি করে যেন বই বের করা হয়ে গেল। তবে যেভাবেই হোক, আমি ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার প্রতি তার এই অনুগ্রহ দানের জন্য।

রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফা: ইম্মানুয়েল কানন রোজারিও বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে তার অনুভূতি ব্যক্ত করে বলেন- আমাদের একেকজনের একেক রকম প্রতিভা রয়েছে। আর সেগুলো কাজে লাগিয়ে আমরা যেন অন্যদেরকে আলোকিত করতে পারি। তবে আজকের দিনে ফা: সাগরকে অনুপ্রাণিত করি যেন এভাবে লেখনীর মাধ্যমে ভবিষ্যতেও তার চিন্তা চেতনাগুলোকে জনগণের মাঝে তুলে ধরেন।

রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও ফা: সাগর কোড়াইয়া’র বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন- প্রথমেই আমি আমাদের ধর্মপ্রদেশের সকল যাজক, ধর্মব্রতী-ব্রতীনী ও সকল খ্রিস্টভক্তদের নামে আমাদের এই নতুন লেখক ফা: সাগর আন্দ্রেয় কোড়াইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তবে সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে, একজন যাজক হিসেবে আমাদের আসল কাজ কী? আমি বলব, ফাদার সাগর প্রথমত ফাদার সাগর এবং ফাদার বা পুরোহিত হিসেবে তার যাজকীয় সেবা দায়িত্ব পালন করাই হচ্ছে তার আসল কাজ বা দায়িত্ব। অবশ্যই আমরা আসল সেবাদায়িত্ব পালনের পাশাপাশি আরও অনেক কাজ কর্মই করতে পারি। তাই, আমি ফা: সাগর কোড়াইয়াকে অনুপ্রাণিত করব, ভবিষ্যতেও সে যেন তার এই লেখার কাজটিও অব্যাহত রাখে এবং মণ্ডলিতে তার লেখনীর মধ্যদিয়ে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে পারে।

নবীন গল্পকার ফা: সাগর কোড়াইয়া’র প্রথম প্রকাশিত গল্প বই ‘বিড়ালপ্রীতি ও অন্ত্যেষ্টিক্রিয়া’ এর মধ্যদিয়ে তার কলমের লেখনীর দৃঢ় প্রকাশ ঘটেছে। কর্মক্ষেত্রকে ধর্মীয় অনুভূতি বেশি প্রাণবন্ত করলেও তার এই বইয়ের প্রতিটি গল্পের কেন্দ্রে রয়েছে মানুষ। গল্পের পরতে পরতে রয়েছে সৃষ্টিশীলতা। মনন এবং সৃজনের মাধূর্য্য খোঁজে পাই তার প্রতিটি গল্পে। গল্প বইটির প্রত্যেকটি গল্প সবশ্রেণীর পাঠকের মনে অনবদ্য ছাপ ফেলে যাক এই প্রত্যাশা করি।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: