হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে, রাজশাহী গত ১৭ মার্চ, ২০২২ খ্রি. অতি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য, প্রীতি ফুটবল ম্যাচ ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। দিবসের তাৎপর্যের উপর বক্তব্য পেশ করেন উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ পিউরীফিকেশন, সিএসসি, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান। পরিশেষে অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের মুজিবের আদর্শে স্বপ্নের দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের অঙ্গীকার ব্যক্তি করেন এবং পুরস্কার বিজয়ীদের সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করে অভিনন্দন জানান। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : হিলারিউস হেম্ব্রম