গত ১২ এপ্রিল আন্ধারকোঠা বিসিএসএম এবং ওয়াইসিএস এর আয়োজনে রাজশাহী ক্যাথিড্রাল ইউনিটের ৬ জন সহ মোট ৭৫ জন যুবক-যুবতী নিয়ে, ‘যিশুর সাথে কালভেরীর পথে’এই মুলসুরকে কেন্দ্র করে ধর্মপল্লীতে প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি অনুষ্ঠিত হয়। ধর্মপল্লীর পালক-পুরোহিত ফাদার প্রেমু তারসিসিউস রোজারিও, আন্ধারকোঠা বিসিএসএম এর চ্যাপলিন এবং সহকারি পালক-পুরোহিত ফাদার সাগর কোড়াইয়া এবং কয়েকজন যুবক-যুবতীর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আধ্যাত্মিক প্রস্তুতির এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। প্রায়শ্চিত্তকালীন প্রস্তুতি কেমন হওয়া উচিৎ এ বিষয়ের উপর পালক-পুরোহিত ফা: প্রেমু যুবাদের দিক নির্দেশনা দেন।
ফাদার সাগর কোড়াইয়া ‘যিশুর সাথে কালভেরীর পথে’ এই বিষয়ে সহভাগিতা করতে গিয়ে বলেন ” আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ক্রুশ রয়েছে, যা আমরা বহন করে শেষ পর্যন্ত পৌঁছাতে পারলে, তবেই আমরা যিশুর সাথে কালভেরীর পথে হাঁটতে পারবো”। তার সহভাগিতার পরেই, আরম্ভ হয় পাপস্বীকার অনুষ্ঠান এবং পাপস্বীকার পর পবিত্র খ্রিস্টযাগ। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রেমু রোজারিও।
দুপুরের আহারের পর বিসিএসএম এর ধর্মপ্রদেশীয় প্রতিনিধি শাওন রোজারিও বিসিএসএম সম্পর্কে সহভাগিতা করে। এরপর আন্ধারকোঠা বিসিএসএম ইউনিটের পরিচালনায় ‘মণ্ডলিতে যুবাদের অংশগ্রহণ’ এই বিষয়ের উপর একটি Study Session করা হয় । এর মাধ্যমে উঠে আসে বিভিন্ন বিষয়, যেমন : মণ্ডলিতে আমাদের অংশগ্রহণ, মণ্ডলিতে অংশগ্রহণে বাঁধা এবং তা থেকে উত্তরণের উপায় ইত্যাদি।
সবশেষে, কয়েকজনের অনুভূতি শোনার পরে রিজেন্ট ব্রাদার অনু গমেজ প্রার্থনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার: বেনেডিক্ট তুষার বিশ্বাস