২৪ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ , পুনরুত্থানকালের দ্বিতীয় রবিবার আন্ধারকোঠা ধর্মপল্লীর নিত্য সাহায্যকারিনী মা মারিয়ার গির্জায় ৪০জন ছেলে-মেয়ে প্রথম খ্রিস্টপ্রসাদ লাভ করে। দীর্ঘ কয়েক মাস ধরে পূর্বপ্রস্তুতির পর গত ২৩ এপ্রিল প্রথম পাপস্বীকার এর মধ্যদিয়ে শেষ হয় তাদের এই প্রস্তুতি এবং ২৪ এপ্রিল তারা পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে।
সকলে প্রদীপ হাতে নিয়ে শোভাযাত্রা করে গির্জাঘরে প্রবেশ করে। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ এবং খ্রিস্টপ্রসাদ প্রদান করেন অত্র ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রেমু তারসিসিউস রোজারিও। ফাদার তার উপদেশের সময় তার নিজের প্রতিপালক তারসিসিউস এর জীবনাদর্শের মধ্য দিয়ে সকলকে অনুপ্রাণিত করেন পবিত্র খ্রিস্টপ্রসাদের পবিত্রতা অক্ষুন্ন রাখতে।
বরেন্দ্রদূত রিপোর্টার: বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: