গত পহেলা মে ২০২২ খ্রিস্টাব্দে নবাই বটতলা ধর্মপল্লীতে বিশ্ব শ্রমিক দিবস ও বাবা দিবস উদযাপন করা হয়। এই দিনটিতে রবিবাসরীয় খ্রিস্টযাগের পর বাবাদের নিয়ে অর্ধ বেলার কর্মসূচি শুরু হয়। অধিবেশনের শুরুতে বাবারা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তারপরে গৃহিত কর্মসূচি অনুযায়ী অধিবেশন চলতে থাকে । ফাঃ মাইকেল কোড়াইয়া নবাই বটতলা ধর্মপল্লীর পাল-পুরোহিত তিনি তার অধিবেশনে “আমাদের জীবনে সাধু যোসেফের গুণাবলী” নিয়ে সহভাগিতা করেন । তিনি তাঁর সহভাগিতায় তুলে ধরেন সাধু যোসেফের সকল গুণাবলী ও তার ধৈর্য্যশীলতা গুণাবলী ব্যাখ্যা করতে গিয়ে বলেন “পরিবারে অনেক সময় স্ত্রী ও সন্তান-সন্তুতিদের সাথে আর্থিক কারণ ছাড়াও অন্যান্য বিষয়ে অমিল ও ঝগড়া হতে পরে। সেই সময়গুলোতে অবশ্যই ধৈর্য্যের সাথে বিষয়গুলি সামাল দিতে হবে ”। তিনি আরো বলেন “ নম্র হয়ে নত স্বীকার কর এবং ভুলের জন্য নিজেকে আগে ছোট কর। কারণ সাধু যোসেফ নিজেই তার জীবনে এসব কিছুর প্রতিফলন ঘটিয়েছেন। তিনি হচ্ছেন পরিবারের পালক পিতা, পিতাদের আদর্শ ও দরিদ্রতার সাধক। তাই, তার জীবন দর্শন অবশ্যই সুনিপুণ ভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিৎ”। অধিবেশন চলাকালীন সময়ে সুরশুনিপাড়া মিশনের সিস্টার আগ্নেশ এস. সি. ও দিদিমনিদের নেতৃত্বে নবাই বটতলা রক্ষাকারিনী মা-মারীয়ার তীর্থ স্থান দর্শন করতে আসা বোর্ডিং এর মেয়েরাও একটু সময় চেয়ে নিয়ে , বাবাদের শুভেচ্ছা জানায় এবং প্রার্থনা করে দিনটির শুভ কামনা করে। তারপরে টিফিন বিরতি দেওয়া হয়। পরবর্তী অধিবেশনে ফাঃ আরতুরো স্পেজিয়ালে, পিমে “পরিবারে আদর্শ পিতার দায়িত্ব ও কর্তব্য ” এ বিষয়টি নিয়ে সহভাগিতা করেন । এরপরে ফাঃ মাইকেল কোড়াইয়া বাবাদের উদ্দেশ্যে পবিত্র খ্রিস্টযাগ উৎস্বর্গ করেন।

খ্রিস্টযাগের শেষে দুপুরের আহার ক’রে সকলে প্রস্থান করে।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: মাইকেল কোড়াইয়া

Please follow and like us: