গত ১৯ মে, ২০২২ খ্রি: রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬: ৩০ মি. রোজারিও মালা প্রার্থনার মধ্য দিয়ে রিজেন্টদের নির্জন ধ্যান শুরু হয় পোপ ৬ষ্ঠ পল সেমিনারী, বনপাড়া। ২০ মে, ২০২২ খ্রি: আরাধনার মধ্যদিয়ে নির্জন ধ্যান শেষ করা হয়। মোট ৫ জন রিজেন্ট এতে অংশগ্রহণ করেন। নির্জন ধ্যানটি পরিচালনা করেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা ।
নির্জন ধ্যানের মূল বিষয়: “যাজকীয় জীবন গঠনে রিজেন্সি ইয়ার বা যাত্রা”। এই মূলসুরের উপর ভিত্তি করে তিনি বলেন, রিজেন্সি হলো শিক্ষা গ্রহণ ও অর্জনের সময়। এই সময় বিচিত্র রকমের অভিজ্ঞতা হয়। সবসময় আনন্দ মনে ও সন্তুষ্টি মন নিয়ে কাজ করতে হবে। তাই, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটির মধ্যদিয়ে রিজেন্টদের আলোকিত করার জন্য বলেন, “পথ চলাতে আমার আনন্দ”। আনন্দ আছে বলে জীবন আছে; আনন্দ আছে বলে জীবন চলমান। জীবনটাই হলো যাত্রা। রিজেন্সি এর উদ্দেশ্য কী? রিজেন্সির উদ্দেশ্য হলো ‘মানুষের সাথে সম্পর্ক স্থাপন, ফাদার/সিস্টারদের সাথে সম্পর্ক স্থাপন এবং সমবেতভাবে পথ চলা। একজন যাজকপ্রার্থী হিসেবে আমাদেরকে প্রথমত: ঈশ্বরের সাথে ও জনগণের সাথে, ধর্মপল্লীর সকল খ্রিস্টভক্তদের সঙ্গে একটা মধুর সম্পর্ক স্থাপন করতে হবে। আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস তিনি আমাদেরকে আহ্বান করেন ‘একসাথে পথ চলতে, যাত্রা করতে’। যাত্রা হলো আনন্দ উৎসবে চিত্তে অংশগ্রহণ।
তারপরে ৫জন রিজেন্ট ভাই তাদের প্রৈরিতিক কাজের অভিজ্ঞতা সহভাগিতা করেন। ফাদার লিপন প্যাট্রিক রোজারিও রিজেন্টদেরকে উৎসাহিত করে বলেন, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি যে কোন কাজের জন্য। তাই সবার সার্বিক মঙ্গলকামনা করে তিনি ছোট প্রার্থনার মধ্য দিয়ে শেষ করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : জের্ভাস মুরমু