গত ৩ জুন আন্ধারকোঠা ধর্মপল্লীর বিসিএসএম ইউনিট এস.এস.সি.পরীক্ষার্থীদের নিয়ে অর্ধবেলার একটা শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের আন্ধারকোঠা ধর্মপল্লীর সহকারি পাল-পুরোহিত ফাদার সাগর কোড়াইয়া উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্য ফাদার সাগর বলেন, “এখনই সময় সঠিক লক্ষ নির্ধারণের।” তাই তোমরা ভাল মত প্রস্তুতি নাও যেন সুন্দরভাবে পরীক্ষা লিখে সফলকাম হতে পার। পরীক্ষার্থীদের মধ্যে একজন সকলের উদ্দেশ্যে বলেন ” এই ধরনের আয়োজন সত্যি আমাদের জন্য খুবই কার্যকরী। কারণ এ থেকে আমরা অনুপ্রেরণা এবং সাহস পেলাম যাতে আমরা পরীক্ষায় ভালো করতে পারি।” এরপর সবাইকে উপহার এবং টিফিন দেওয়ার মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানটি শেষ হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : তুষার বিশ্বাস
Please follow and like us: