২৬ জুন আন্ধারকোঠা ধর্মপল্লীতে উদযাপিত হয় নিত্য সাহায্যকারিণী মা মারিয়ার পর্ব দিবস। নয় দিনের নভেনা শেষে আজকের এই দিনে পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন বরিশাল ধর্মপ্রদেশের মনোনীত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।
মনোনীত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও তার উপদেশে বলেন, ” আমরা যেন পবিত্র আত্মায় পরিপূর্ণ জীবন-যাপন করি। তিনি মা মারিয়ার উদাহারণ দিয়ে বলেন, মা মারিয়া পবিত্র আত্মায় পরিপূর্ণ জীবন-যাপন করেছেন বলেই ঈশ্বর তাকে মনোনীত করেছেন যিশুর মা হওয়ার জন্য।” তিনি আরও বলেন “মা যেমন পবিত্র আত্মার অনুপ্রেরণায় জীবন-যাপন করেছিলেন ঠিক তেমনিভাবে তার সন্তান হিসেবে আমরাও যেন তাঁর মতোই জীবন-যাপন করি। আমরা যেন সুখে-দুঃখে সব সময়ই মায়ের কাছে আসি এই আহ্ববান জানিয়ে বিশপ মহোদয় তার উপদেশ শেষ করেন।”
ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “আজ আমরা সত্যিই অনেক ভাগ্যবান, আমাদের ধর্মপল্লীতে বরিশাল ধর্মপ্রদেশের মনোনীত বিশপ  ইম্মানুয়েল কানন রোজারিও’কে পেয়ে; তার পর্বীয় খ্রিস্টযাগের মধ্যদিয়ে ঈশ্বর আমাদের ধর্মপল্লীকে আশির্বাদমণ্ডিত করেছেন।
খ্রিস্টযাগের পর পরই নানা আয়োজনে বিশপ মহোদয়কে আন্ধারকোঠা ধর্মপল্লীর ফাদার সিস্টার এবং খ্রিস্টভক্তগণ শুভেচ্ছা জানান এবং আশির্বাদ গ্রহণ করেন।
রিপোর্ট: বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: