দীর্ঘ একটি বছরের অপেক্ষার অবসান হলো আজ চাঁদপুকুর ধর্মপল্লীসহ কাজিপাড়া গ্রামের সকল ভক্তজনগণের। ২০০৭ খ্রিস্টাব্দে কতিপয় অখ্রিস্টানদের অতর্কিত হামলায় বাড়ী ঘরে আগুন লাগানোর কারণে সব কিছু ভষ্মিভূত হয়ে যায়, কিন্তু রক্ষা পায় মানুষের জীবন আর ফিরে পায় জমিজমার ন্যায্য অংশ। সেই থেকে বিশ্বাসের যাত্রা আর মা মারীয়ার প্রতি ঐকাত্মিক বিশ্বাস ও দৃঢ় ভালবাসার প্রকাশের নিমিত্তে কাজিপাড়া গ্রামবাসী প্রদান করেন লূর্দের রাণী মা মারীয়ার গ্রটোর জন্য নিজস্ব জমি। তারই ধারাবাহিকতায় বিগত ২৪ জুন, ২০২২ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও কে ধারাম প্রদান এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে মা মারীয়া ও সাধু যোসেফের মূর্তিসহযোগে প্রার্থনা ও বিশ্বাসের শোভাযাত্রা করে মিশন প্রাঙ্গন হতে কাজিপাড়া গ্রামে নবনির্মিত গ্রটোতে বিশপ মহোদয়সহ সকল বিশ্বাসী ভক্তজনগণ সমবেত হয়।

এই মহতী ও আশির্বাদিত দিনে মহামান্য বিশপ জের্ভাস রোজারিও নবনির্মিত গ্রটো, লূর্দের রাণী মা মারীয়া ও সাধু যোসেফের মূতি আশির্বাদ করে শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে পবিত্র খ্রিস্টযাগ এবং তার মধ্যে ১৫ জন ভক্ত দীক্ষাস্নান ও হস্তার্পণ এবং ৪ জোড়া দম্পত্তি বৈবাহিক আশির্বাদ লাভ করেন। এই আনন্দঘন ও আশির্বাদিত ক্ষণে উপস্থিত ছিলেন চাঁদপুকুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বেলিসারিও চিরো মন্তোয়া, সহকারী ফাদার শ্যামল জেমস্ গমেজ , ফাদার সুবল কুজুর, সিএসসি, ফাদার ফাবিয়ান মারান্ডী, ডিকন যোয়াকিম হেম্ব্রম ও ডিকন উজ্জ্বল রিবেরু, ধর্মপল্লীর সিস্টারগণ এবং উল্লেখযোগ্য খ্রিস্টান ভক্তবিশ্বাসীসহ অনেক অদীক্ষিত ভাই-বোন। রাতের আহারের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার শ্যামল গমেজ

Please follow and like us: