“ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা”- এ মূলসুরকে কেন্দ্র করে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাঙ্গামাটি প্রাথমিক বিদ্যালয়ে গোমস্তাপুর উপজেলার কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. হুমায়ন রেজা, মাননীয় উপজেলা চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মতিউর রহমান মেয়র রহনপুর পৌরসভা, গোমস্তাপুর; রেভারেন্ড ফাদার বার্ণার্ড রোজারিও, পাল-পুরোহিত, রহনপুর ধর্মপল্লী, গোমস্তাপুর উপজেলা এবং জনাব মো. হাসানুজ্জামান নুহু, উপজেলা ভাইস চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসাঃ মাহফুজা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা । এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, পারবতীপুর ইউনিয়ন, গোমস্তাপুর উপজেলা; সিস্টার মালতি রোজারিও, রহনপুর ধর্মপল্লী, গোমস্তাপুর উপজেলা; জনাব মোঃ মনিরুল ইসলাম, ব্যবস্থাপক, জনতা ব্যাংক, দেওপুরা শাখা, গোমস্তাপুর উপজেলা প্রমুখ। এছাড়া অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য-সদস্যা, আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও কারিতাসের জনসংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিসহ পাঁচ শতাধিক মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত), কারিতাস রাজশাহী অঞ্চল।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ হুমায়ন রেজা, মাননীয় উপজেলা চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা বলেন, স্বাধীনতার পর হতেই কারিতাস নারী অধিকার, নারী স্বাধীনতা হতে শুরু করে দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক কাজ করছেন। ঐ সময় কেউ কেউ দেশকে তাচ্ছিল্য করে বলতো বাংলাদেশ একটি তলাবিহীন ঝুঁড়ি কিন্তু আজ আমাদের দেশে সকলের ঐক্যমতে দেশ ব্যাপকভাবে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তিনি আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে বলেন, আপনারা অনেক কাজ করেন মানসিকভাবে ভেঙ্গে না পড়ে মন সক্ত করে কাজ করবেন।
অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের ৫০ বছরের উল্ল্যেখযোগ্য অর্জন তুলে ধরেন মি. কার্তিক মিঞ্জ, আহবায়ক, আঞ্চলিক জুবিলী উদযাপন কমিটি। তিনি কারিতাসের ৫০ বছরের পথ চলায় দেশ পুনগর্ঠন, শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা ও উন্নয়ন প্রভৃতি কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম, কারিতাস রাজশাহী অঞ্চল। তিনি কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপটসহ বর্তমান কার্যক্রমের ধরন তুলে ধরেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল-
কারিতাস বাংলাদেশ- ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা বিগত ৫ দশকের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদান, সফল যুব উদ্যোক্তার গল্প সহভাগিতা, বিশেষ মানবিক সহায়তা হিসেবে সেন্ট যোসেফস্ চ্যারিটেবল ডিসপেনসারি, রাঙ্গামাটি, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ-এর জন্য ইকুপমেন্ট ক্রয় এবং মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান, অতিথিদের উত্তরীয় ও জুবিলী সম্মাননা প্রদানসহ ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদি ছিল অন্যতম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মি. দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম) এবং মিসেস রেন্সী রুথ হাঁসদা, কর্মসূচি কর্মকর্তা (আলোকিত শিশু প্রকল্প), কারিতাস রাজশাহী অঞ্চল।
বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ক্রুশ