৬ নভেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের ‘শান্তিরাজ খ্রিষ্টের ধর্মপল্লী’ চাঁদপুকুরে,“মঙ্গলবাণীর নবপ্রচার: আমাদের করণীয়” শীর্ষক মূলসুরের উপর ভিত্তি করে অর্ধ-দিন ব্যাপী পালকীয় সম্মেলন করা হয়। মূলসুরের উপর উপস্থাপনা করেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যাঞ্চেলর শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুরমু। এই সম্মেলনে অংশগ্রহণ করেন ধর্মপল্লীর ফাদারগণ, সিষ্টারগণ,পালকীয় পরিষদের সদস্য-সদস্যাগণ, কাটেখিষ্ট মাষ্টারগণ, প্রতিটি গ্রাম থেকে মাঞ্জি পরিষদের প্রধানগণ, গীর্জা মাষ্টারগণ এবং মনোনীত খ্রীষ্টভক্তগণ সহ ১৩০ জন।
সকালে প্রার্থনা, মোমবাতি প্রজ্জ্বলন, ধর্মীয় নৃত্য এবং ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী’র শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। পরে মূলসুরের উপর উপস্থাপনা রাখেন শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুরমু। উপস্থাপনায় ফাদার বলেন যে, “বাণীপ্রচারের দায়িত্ব শুধুমাত্র ফাদার, ব্রাদার, সিষ্টার ও কাটেখিষ্ট মাষ্টারদের নয়; বরং দীক্ষাস্নাত ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে নিজ নিজ স্থানে থেকে যীশুর বাণী প্রচার করা।” উপস্থাপনার পর মঙ্গলবাণীর নবপ্রচারের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ বা বাধাসমূহ এবং এগুলো থেকে উত্তরণের উপায় সমূহ নিয়ে ১০টি দলে আলাপ-আলোচনা করা হয় এবং লিখিত আকারে তা উপস্থাপন করা হয়। তারপর বাণী প্রচারকে ফলপ্রসূ করার লক্ষ্যে একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখানো হয়। অতঃপর পাল-পুরোহিতের ধন্যবাদমূলক বক্তব্য এবং দুপুরের আহারের মাধ্যমে পালকীয় সম্মেলনের সমাপ্তি টানা হয়।
চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন
Please follow and like us: