গত ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. ফা. এফ. চেস্কাতো কনফারেন্স হল, কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসে ফরমেশন অফ ইয়ুথ অ্যান্ড টিচার্স প্রোগ্রাম-কারিতাস রাজশাহী ও ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের আয়োজনে রাজশাহী ধর্মপ্রদেশীয় চার্চ পরিচালিত বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে দিনব্যাপী ধর্মপ্রদেশীয় শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারের মূলসুর ছিল: শিক্ষা ও সম্প্রীতি: একসাথে পথ চলার আহ্বান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও. এসটিডি, ডিডি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা. ফা. দিলীপ এস. কস্তা, সেক্রেটারী, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন ও মি. সুক্লেশ জর্জ কস্তা, ডিরেক্টর-প্রোগ্রামস, কারিতাস বাংলাদেশ। এ সেমিনারটির সভাপতিত্ব করেন মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত), কারিতাস রাজশাহী অঞ্চল।
পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও. এসটিডি, ডিডি, রেভা. ফা. সুশান্ত ডি. কস্তা ও মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত), কারিতাস রাজশাহী অঞ্চলের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারটির উদ্বোধন হয়। অতঃপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মি. দিপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম), মি. সুক্লেশ জর্জ কস্তা, ডিরেক্টর-প্রোগ্রামস, কারিতাস বাংলাদেশ ও মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত), কারিতাস রাজশাহী অঞ্চল। পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও সেমিনারের উদ্দেশ্য ব্যক্ত করে এবং আনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন।
দিনের প্রথম সেশনে মূলসুরের উপর সহভাগিতা করেন রেভা. ফা. দিলীপ এস. কস্তা, সেক্রেটারী, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন। অতঃপর তিনজন মূলবক্তা শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমুন্নত রাখার আহ্বানে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার অনুশীলন বিষয়ে সহভাগিতা করেন। ইসলাম ধর্মের আলোকে সহভাগিতা করেন ড. তহুরা আরজু খান, প্রভাষক, ইসলামী শিক্ষা, হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ, হিন্দু ধর্মেও আলোকে সহভাগিতা করেন ড. শিখা সরকার, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ ও খ্রিস্ট ধর্মের আলোকে সহভাগিতা করেন রেভা. ফা. যোহন মিন্টু রায়, প্রধান শিক্ষক, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, জোনাইল। এরপর করোনা পরবর্তী অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায় বিষয়ে সহভাগিতা করেন ড. ফা, শংকর ডমিনিক গমেজ, প্রিন্সিপাল, সেন্ট যোসেফ’স হাই স্কুল অ্যান্ড কলেজ, বনপাড়া।
ফা. দিলীপ এস. কস্তা, সেক্রেটারী, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন ও মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত), কারিতাস রাজশাহী অঞ্চল-এর দিকনির্দেশনামূলক বক্তব্য ও সমাপনী ঘোষণার মাধ্যমে দিনব্যাপী সেমিনারটির সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার: হীরক গমেজ