২৫ নভেম্বর ২০০৮ খ্রিস্টাব্দ রোজ রবিবার ‘খ্রিস্টরাজার পর্ব’ দিনে রাজশাহী ধর্মপ্রদেশের চাঁদপুকুর ‘শান্তি রাজ খ্রিস্টের ধর্মপল্লী’র পব’ দিবস উদযাপন করা হয়। পর্ব করার জন্য ধর্মপল্লীর প্রায় প্রতিটি গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ ধর্মপল্লীতে আসেন। পর্বীয় খ্রিস্টযাগ শুরু হয় সকাল ১০ টার সময়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যঞ্চেলর শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুরমু। শ্রদ্ধেয় ফাদার তাঁর বাণী সহভাগিতায় বলেন যে, ‘খ্রিস্টরাজা হচ্ছেন আমাদের হৃদয়ের রাজা। তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে রাজত্ব করতে চান। কিন্তু আমরা অনেক সময় আমাদের হৃদয় দুয়ার বন্ধ করে রাখি এবং খ্রিস্টকে প্রবেশ করতে দেই না। যার কারণে শয়তান আমাদের হৃদয়ে রাজত্ব করার সুযোগ গ্রহণ করে এবং আমরা প্রায়ই শয়তানের কথামতো জীবন যাপন করি। কিন্তু আমাদের উচিৎ খ্রিস্টকে আমাদের হৃদয়ে রাজত্ব করতে দেওয়া।’ পবিত্র খ্রিস্টযাগের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন কৃষ্টি-সংস্কৃতির নাচ-গান উপস্থাপনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় লটারীর ড্র। লটারীতে বাই-সাইকেল, রঙ্গিন টিভি, স্মার্ট ফোন, টেবিল ফেনসহ মোট ২৫টি আকর্শনীয় পুরস্কার প্রদান করা হয়। লটারীর ড্র’র পর শুরু হয় প্রীতি ফুটবল খেলা। উল্লেখ্য, পর্ব উপলক্ষে সপ্তাহ ব্যাপী নভেনার মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি নেওয়া হয়।
চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্টিত হলো খ্রিস্টরাজার পর্ব
Please follow and like us: