“সংস্কৃতি চর্চা হোক দিন বদলের হাতিয়ার” বিষয়টিকে কেন্দ্র করে গত ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ মুক্তিদাতা হাই স্কুলে এক আনন্দঘন, মনোরম পরিবেশে দুইদিন ব্যাপী বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতি প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয় । সংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও সার্থক এবং প্রাণবন্ত করার জন্য বিদ্যলয়ের প্রধান শিক্ষক বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেন এবং সপ্তাহ ব্যাপী শ্রেণী অনুসারে অনুশীলন করান যেন সকলে স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করতে পারে।
প্রথম দিনের উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠারে শুভ উদ্বোধন করে তিনি তার বক্তব্যে বলেন যে, লেখাপড়া পাশাপাশি বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মনমশীলতার পরিপূর্ণ বিকাশ ঘটে। সাংস্কৃতিক প্রতিযোগিতা তন্মধ্যে একটি দিক যার মাধ্যমে শিক্ষার্থীরা একজন আদর্শ, নীতিবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠে। তিনি অংশ গ্রহণকারীদের উৎসাহ ও সাধুবাদ জানান এবং আয়োজনকারীদের ধন্যবাদ দেন।
২য় দিনেও মঙ্গল প্রদীদ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফাদার উওম যোহন রোজারিও, প্যারিশ ইনচার্জ, ক্যাথিডাল ধর্মপল্লী, রাজশাহী। তিনিও তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ব্যাঞ্জক কথা বলেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার প্রেমু রোজারিও চ্যান্সেলর, রাজশাহী ধর্মপ্রদেশ। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে বলে আমি বিশ্বাস করি। সংস্কৃতি চর্চা একটি মানুষকে রূপান্তর ঘটায় এবং রুচিশীলতার উন্মেষ প্রকশ করে। তিনি অনুষ্ঠানের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল কবিতা আবৃওি, ছড়া গান, Action Song দেশাত্ববেধক গান, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, পল্লী গীতি, লোকগীতি, একক অভিনয়, গল্প বলা, উপস্থিত বক্তব্য, কৃষ্টি-সংস্কৃতি নৃত্য, সাধারণ নৃত্য ইত্যাদি । সর্বশেষ আকর্ষণ ছিল পুরুষ্কার বিতরণ, এতে শিক্ষার্থীসহ অনেক অভিভাবক উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক ব্রদার রঞ্জন লুক পিউরিফিকেশন, প্রধান অতিথি ফাদার প্রেমু রোজারিও, চ্যান্সেলর, রাজশাহী ধর্মপ্রদেশ এবং বিশেষ অতিথি মি. লিংকন টাসকানু (নৃত্যশিল্পী) বিজয়ীদের হাতে পুরুষ্কার তোলে দেন। পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন সিএসসি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিনে দু’দিন ব্যাপী অনুষ্ঠনের সমাপ্তি ঘোষনা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : সিস্টার লূসী কস্তা এস.সি.