শিক্ষার রূপান্তরে শিক্ষক অগ্রপথিক এই পতিপাদ্য বিষয়কে সাননে রেখে গত ১২ অক্টোবর রোজ বুধবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে মুক্তিদাতা হাই স্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২২ পালন করে হয়। শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে, উপহারে-ভোজনে উক্ত দিবসকে প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করে তোলে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ বছর শিক্ষকতার কর্ম জীবন থেকে অবসর গ্রহণকারী শিক্ষিকা মিসেস এলিজা হাঁসদা, ক্যাথিডাল ধর্মপল্লীর ইনচার্জ ফাদার উত্তম রোজারিও, হলিক্রস স্কুল এন্ড কলেজ রাজশাহী-এর অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন সিএসসি। শিক্ষক-শিক্ষিকাগণ এবং শিক্ষার্থীরা ব্যানারসহ র‌্যালী করে হল রুমে প্রবেশ করলে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অতিথিসহ সকল শিক্ষকবৃন্দকে আসন গ্রহণ, ফুল, উত্তোরিও ও ব্যাজ পরিয়ে শিক্ষার্থীরা বরণ করে নেন।

উদ্বোধনী বক্তব্যে মিসেস মনিকা ঘরামী সকলকে শিক্ষক দিবসের উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্যে বলেন যে, শিক্ষকরা হলেন সমাজের বিবেক স্বরূপ। তারা সমাজের নেতৃত্ব প্রদান করেন। সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। সমাজের অগ্রগতির অগ্রপথিকই হলো শিক্ষক মন্ডলী। তিনি বিদায়ী শিক্ষিকা মিসেস এলিজা হাঁসদা দিদির সুদীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে, বিগত ৩৭ বছরে শিক্ষকতা জীবনে বহু শিক্ষার্থীকে দিদি হতে কড়ি দিয়েছেন। যারা আজ পরিবাবে, সমাজে কিংবা দেশে প্রতিষ্ঠিত এবং দিদির আদর্শে অনুপ্রাণিত। তিনি দিদির জন্য দীর্ঘায়ূ কামনা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শিক্ষক দিবসকে কেন্দ্র করে মিসেস সবিতা মারান্ডী, ফাদার উত্তম রোজারিও, ব্রাদার প্লাসিড পিটার রিবেরু ও বিদায়ী শিক্ষিকা মিসেস এলিজা হাঁসদা বক্তব্য দেন। তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকতা একটি উচু মানদন্ডের এবং তাই তারা তাদের  এই সেবা কাজের অনেক প্রশংসা করেন। তারা সকল শিক্ষককে উৎসাহ প্রদান করে বলেন যে, শিক্ষকতা একটি মহান সেবা কাজ। এই সেবা কাজের উপরই নির্ভর করে অন্যান্য সকল পেশা। অর্থাৎ শিক্ষকতাই সকল পেশার জনক। তারা আরো বলেন যে, শিক্ষকতা কোন পেশা নয়, উপার্জনের কোন ক্ষেত্রও নয়, শিক্ষকতা হচ্ছে আদর্শ মানুষ গড়ার একটি নিরন্তর সাধনা। পরে বিদায়ী শিক্ষিকার উদ্দেশে মানপত্র পাঠ, সম্মাননা স্মারকসহ উপহার প্রদান ও সকল শিক্ষকদের বিশেষ উপহার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। পরিশেষে প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সমাপন বক্তব্য প্রদানসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন। অত:পর দুপুরের আহার গ্রহণ করে সকলে বিদায় নেন।

বরেন্দ্রদূত রিপোর্টার: ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন

Please follow and like us: