গত ৮  ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ সাধ্বী রিতা’র ধর্মপল্লী মথুরাপুরে মহা সমারোহে মারীয়া সংঘ ও প্রভাত তারা সংঘর যৌথ উদ্যোগে “মা মারীয়ার ন্যায় পবিত্রতায় জীবন গড়ি”– মুলসূরকে কেন্দ্রে করে  অমলোদ্ভবা মারীয়ার মহাপর্ব পালন করা হয়। উল্লেখ্য যে, এই পর্বের উৎসবকে ঘিরে তিনদিনের নভেনা ও বিশেষ খ্রিস্টযাগের ব্যবস্থা করা হয়। এতে ৯৫ জন কুমারী মারীয়া ও প্রভাত সংঘের সসদ্যাগণ অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে সকাল ৭:০০ টায় পর্বের পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন। তিনি তার সহভাগিতায় মা মারীয়ার জীবনের পবিত্রতা ও নির্মলতার বিভিন্ন দিকসমূহ তুলে ধরেন এবং মায়ের চোখর দিকে, হৃদয়ের দিকে তাকিয়ে শপথ করার অনুপ্রেরণা দান করেন। যেন আমরা আমাদের হৃদয়ের চোখকে – মায়ের চোখের-হৃদয়ের ন্যায় করুণায়-ভালবাসায় ও পবিত্রতায়পূর্ণ করে পারি। আদর্শবান-পূর্ণবান মানুষ হয়ে, যেন পৃথিবী থেকে সব অশুভ প্রভাব দূরীভূত করতে পারি।

পবিত্র খ্রিস্টযাগের পর কুমারী মারীয়া সন্তানগণ ও প্রভাত তারা সংঘের সদস্যারা  নির্জনধ্যান করেন।  পুনর্মিলন সংস্কার গ্রহণ করার সময় রোজারিমালা প্রার্থনা করেন। সমাপণ বক্তব্য ও টিফিন খাওয়ার মাধ্যমে এই পর্বীয় অনুষ্ঠান শেষ  করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন

Please follow and like us: