বিশ্বের প্রত্যেকটি ধর্মের মানুষের মধ্যে সৃষ্টিকর্তা ও স্বর্গকে লাভ করার আকাঙ্খা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের সাথে প্রাক্ বড়দিন উদযাপনে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন।
১৯ ডিসেম্বর বিকাল চার ঘটিকায় রাজশাহী বিশপ হাউজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঁচজন শিক্ষক, ফাদার, ব্রাদার, কারিতাস রাজশাহীর আঞ্চলিক পরিচালক ও পবা এপি ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজারের উপস্থিতিতে প্রাক্ বড়দিন উদযাপন করা হয়। প্রাক্ বড়দিনের মতবিনিময় সভার শুরুতে রাজশাহী রেডিও জ্যোতির পরিচালক ফাদার সুনীল ডানিয়েল সংক্ষিপ্ত পরিসরে রাজশাহী ধর্মপ্রদেশের পরিচয় তুলে ধরেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নানাবিধ প্রশ্নের আলোকে বিশপ জের্ভাস রোজারিও কাথলিক মণ্ডলির সার্বিক চিত্র ও গঠনতন্ত্র বিষয়ে আলোকপাত করেন। শিক্ষকগণ এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ এবং বড়দিনের অগ্রীম শুভেচ্ছা জানান। সবার উপস্থিতিতে বড়দিনের কেক কাটা বড়দিনের আনন্দকে আরো পূর্ণতা দান করে।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: সাগর কোড়াইয়া