ফাদার সুনীল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিবেদক
(বিশ্বের খ্রিস্টভক্তগণ তাদের দেশের জাতীয় দপ্তরের মাধ্যমে যে সব বিষয়ে প্রার্থনার উদ্দেশ্য আবেদন জানিয়ে থাকেন; সেগুলো আবার ভাটিকান সিটিতে পাঠিয়ে দেওয়া হয়- পোপের অনুমোদনের জন্য। সমস্ত উদ্দেশ্য আবেদন বিবেচনা করে পোপ ফ্রান্সিস ২০২৩ খ্রিস্টাব্দের জন্য যে উদ্দেশ্যগুলোর চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, সেগুলো ভক্তজনগণের জন্য তুলে ধরা হলো)।
জানুয়ারি : শিক্ষাবিদদের জন্য প্রার্থনা- যেন তারা যুব সমাজকে প্রতিযোগিতার মধ্যে নিক্ষেপ না করে বরং সু-রক্ষিত রেখে সব কিছুর উর্ধ্বে ভ্রাতৃত্ববোধ সম্পর্কে উপযুক্ত সাক্ষ্যদান দেওয়ার জন্য সহায়তাদান করেন।
ফ্রেব্রুয়ারি : ধর্মপল্লীর জন্য প্রার্থনা- ধর্মপল্লীর সব যোগাযোগ যেন কেন্দ্রীভূত না থেকে বিশ্বাসী সমাজ বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ এবং যাদের প্রকৃত প্রয়োজন, তাদের হয়ে ওঠে।
মার্চ : যারা নির্যাতন ও অমর্যাদার শিকার তাদের জন্য প্রার্থনা- মণ্ডলির সদস্যদের দ্বারা যারা কষ্টের শিকার হয়েছেন সে সব কষ্ট ও ভুক্তভোগিদের প্রতি তারা যেন মণ্ডলির মধ্যদিয়ে সাদর সম্ভাষণ প্রদর্শন করেন।
এপ্রিল : শান্তির সংস্কৃতি ও অহিংসার জন্য প্রার্থনা- শান্তি ও অহিংসা বিস্তারের জন্য যেন রাষ্ট্র ও নাগরিককর্তৃক অস্ত্রের ব্যবহার বন্ধ হয়।
মে : মণ্ডলির পরিচালনা ও দলসমূহের জন্য প্রার্থনা- প্রার্থনা করি যেন মণ্ডলির পরিচালনা ও দলসমূহ মণ্ডলির পালকীয় প্রেরণ কাজ প্রতিদিন নতুনরূপে আবিষ্কার ক’রে তাদের দেওয়া অনুগ্রহদান বিশ্বসেবায় উৎসর্গ করতে পারেন।
জুন : নির্যাতন বন্ধের জন্য প্রার্থনা- আন্তর্জাতিক সম্প্রদায় যেন উপযুক্ত পন্থায় মানুষের উপর নির্যাতন বন্ধ ক’রে নির্যাতিত ও তাদের পরিবারের প্রতি সমর্থন নিশ্চিত করতে পারেন।
জুলাই : খ্রিস্টপ্রসাদীয় জীবনের জন্য প্রার্থনা- ক্যাথলিকদের জন্য প্রার্থনা করি তারা যেন খ্রিস্টপ্রসাদীয় সংস্কার তাদের আত্মা ও জীবনে স্থান দিতে পারেন এবং মানব জীবনকে ঈশ্বর ও তাদের ভাই-বোনদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক স্থাপনের জন্য উন্মুক্ত করতে পারেন।
আগস্ট : বিশ্ব যুব দিবসের জন্য প্রার্থনা- লিসবন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব যুব দিবস যেন তাদের জীবনে মঙ্গলবাণীর সাক্ষ্য বহন করতে উৎসাহিত করে।
সেপ্টেম্বর : প্রান্ত্রিক শ্রেণিদের জন্য প্রার্থনা- যারা সমাজে অবহেলিত ও অমানবিকভাবে বসবাস করছেন তারা যেন অপ্রয়োজনীয় ও বঞ্চিত না হয়।
অক্টোবর : সিনোডের জন্য প্রার্থনা- মণ্ডলি যেন তার জীবনের সবক্ষেত্রে “শ্রবণ” এবং “সংলাপ” গ্রহণ ক’রে বিশ্বের প্রান্তে প্রান্তে পবিত্র-আত্মার দ্বারা পরিচালিত হতে পারে।
নভেম্বর : পোপ মহোদয়ের জন্য প্রার্থনা- পূর্ণপিতা পোপ মহোদয় যেন প্রেরণ কাজের উদ্দেশ্যে তাঁর হাতে ন্যাস্ত জনগণকে পবিত্র-আত্মার সহায়তায় পরিচালনা দান করতে পারেন।
ডিসেম্বর : প্রতিবন্দি মানুষের জন্য প্রার্থনা- যারা প্রতিবন্দি তারা যেন সমাজের মনোযোগের কেন্দ্রে থাকেন এবং প্রতিষ্ঠান যেন তাদের জন্য অংশগ্রহণমূলক উপযুক্ত কার্যক্রম পরিচালনা করতে পারে।