গত ২৩ জানুয়ারি ২০২৩ খ্রি: সোমবার সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারীতে নতুন আধ্যাত্মিক পরিচালক ও নতুন সেমিনারীয়ানদের বরণ করে নেওয়া হয়। সন্ধ্যা ৬ টায় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন সেন্ট যোসেফ স্কুল ও কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ এবং তাকে সহায়তা করেন সেমিনারী পরিচালক ফাদার লিপন রোজারিও। অধ্যক্ষ তার উপদেশে সামুয়েলের আহ্বানের ঘটনার আলোকে আধ্যাত্মিক পরিচালকের সাথে সেমিনারীয়ানদের সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন। খ্রিস্টযাগ শেষে আধ্যাত্মিক পরিচালক ও বনপাড়া ধর্মপল্লীতে আগত দুইজন সিস্টারকে সেমিনারীয়ানগণ ফুল শুভেচ্ছা জানায় এবং আনন্দের সাথে সকলকে গ্রহণ করে নেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার বাপ্পী এন.ক্রুশ
Please follow and like us: