২৮ জানুয়ারি, রোজ শনিবার, সকাল ৮:৩০ মিনিটে, রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জেভার্স রোজারিও, এসটিডি, ডিডি, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবন থেকে বিশপ হাউস এবং খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের সেবাকর্মীদের মধ্যে নিজ হাতে  শীতবস্ত্র বিতরণ করেন ।

শীতবস্ত্র প্রদানের পর সকল কর্মীদের পক্ষ থেকে বিশপ মহোদয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশপ ভবনের সবচেয়ে পুরাতন সেবাকর্মী মস্তফা। সে তার বক্তব্যে বলেন, বিশপ মহোদয় প্রতি বছরই আমাদের সেবাকর্মী ভাই-বোনদের জন্য উদারভোবে কোন না কোন কিছু দিয়ে থাকেন। এ বছরও তিনি তার ব্যতিক্রম করেনি। তাই, আমাদের সকল সেবাকর্মীদের মধ্য ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তা যেন বিশপ মহোদয়কে সবর্দা সুস্থ্য শরীরে রাখেন।

বরেন্দ্রদূত রিপোর্টার

 

Please follow and like us: