গত জানুয়ারি ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ, বোর্নী ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় সভাকক্ষে রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত দক্ষিণ ভিকারিয়াস্থ বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের উপস্থিতিতে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৩-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায়-এর প্রার্থনার মাধ্যমে সভা শুরু হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায়।

অতঃপর সভার পরিচালনার দায়িত্ব পালন করেন কারিতাস কর্মকর্তা মি. অসীম ক্রুশ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হবে আগামী মার্চ ১৭-১৮, ২০২৩ খ্রিস্টাব্দ সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। বিজ্ঞান মেলার প্রস্তাবিত প্রোজেক্টগুলো হলো ৭ম-৮ম শ্রেণির জন্য আধুনিক কৃষি, ৯ম-১০ম শ্রেণির জন্য ভূগোল ও পরিবেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন বিজ্ঞান, পদার্থ ও জীব। এছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিষয়বস্তু হলো ৯ম-১০ম শ্রেণির জন্য ধারাবাহিক গল্প বলা, ৭ম-৮ম শ্রেণির জন্য উপস্থিত বক্তৃতা, ৮ম-১০ম শ্রেণির জন্য বিতর্ক প্রতিযোগীতা, ৬ষ্ঠ শ্রেণির জন্য বিষয়ভিত্তিক একক অভিনয়, ৬ষ্ঠ-৮ম শ্রেণির জন্য দলীয় নৃত্য, ৭ম-৮ম শ্রেণির জন্য একক সঙ্গীত ও ৬ষ্ঠ-৭ম শ্রেণির জন্য চারু-কারু ও হাতের কাজ।

অতঃপর সভায় আর বিশেষ কোনও আলোচনা না থাকায় সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায় ও সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বোর্নী ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুশান্ত ডি’ কস্তার ধন্যবাদ ও সমাপনী বক্তব্যেও মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

হীরক গমেজ : রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন

Please follow and like us: