গত ২১ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে, আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় পাবনার ফাতেমা রাণীর গির্জা। ফৈলজানা ধর্মপল্লীর অধীনস্থ পাবনার এই ফাতেমা রাণীর গির্জাটি উদ্বোধন করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং সঙ্গে ছিলেন কয়েক জন ফাদার। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ফৈলজানা, চাচকিয়া ও পাবনার খ্রিস্টভক্তরা উপস্থিত ছিলেন। বিশপ জের্ভাস বলেন, অনেকদিনের প্রতিক্ষিত স্বপ্ন আজ পুরন হতে যাচ্ছে তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্বাস যে, ভবিষ্যতে এখানে আরো খ্রিস্টের বাণী প্রচারের কাজ বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। তবে এখানে যারা খ্রিস্টভক্তগন রয়েছেন তাদের কাজ হবে বিশ্বাসের আলো সবার কাছে ছড়িয়ে দেওয়া যাতে করে খ্রিস্টানদের পরিচয় অন্যদের কাছে প্রকাশিত হয়। ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো বলেন, আজকের এই বিশেষ দিনে আমি স্মরণ করি প্রয়াত ফাদার অ্যাঞ্জোলো কান্তন, পিমে এর কথা কারন তিনিই প্রথম স্বপ্ন দেখেছিলেন এখানে একটা মিশন হবে। আজ তার স্বপ্ন পুরণ হচ্ছে তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই উদ্বোধন অনুষ্ঠানে বিশপসহ ৭ জন যাজক, ব্রতধারিণী, রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তা ও অনেক খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: