গত ২৫ শে ফেব্রুয়ারি ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো: বেলাল আহমেদ উনার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করেন। আমাদের সেন্ট লুইস স্কুলের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া সিস্টার ছন্দা রোজারিওকে ১৬ নং ওয়ার্ডের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং অত্র স্কুলের ইংরেজির প্রশিক্ষক মো: মেসবাহ উদ্দীনকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সন্মাননা স্মারক প্রদান করা হয়। উনাদের এর বিশেষ সন্মাননায় সেন্ট লুইস স্কুলের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীগণ অনেক উৎফুল্লিত হয়ে, স্কুলের পক্ষ থেকে ফুলের ও করতালির মধ্যমে শ্রদ্ধেয়া সিস্টার ছন্দা রোজারিও এবং মেসবাহ স্যারকে অভ্যর্থনা ও সন্মান প্রদর্শন করেন।
গত ১৮ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দে, রাজশাহীর লুইস পাড়ায় সেন্ট লুইস স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। সকল ক্লাশ থেকে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে সর্বমোট দশটি প্রজেক্ট উপস্থান করে। তারা অত্যন্ত বিজ্ঞতার সাথে বিচারক মণ্ডলি, শিক্ষক, অভিভাবক ও অন্যান্য ছাত্র-ছাত্রীদের সামনে তাদের উপস্থাপনা তুলে ধরে। গত ১৭ই মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আজ সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো: বেলাল আহমেদ, ১৬নং ওয়ার্ডের বিভিন্ন সেক্টর হতে আগত মোট পঁচিশ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেন্ট লুইস স্কুলের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া সিস্টার ছন্দা রোজারিও, অনান্য সিস্টারগণ, শিক্ষকগণ, অভিভাবকগণ ও স্কুলের ছাত্রছাত্রীরা।
বরেন্দ্রদূত রিপোর্টার : সিস্টার শিবলী পিউরীফিকেশন