গত ১৯ মার্চ সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে, সাধু যোসেফের তীর্থোৎসব ও ধর্মপল্লীর পর্ব উদযাপন করা হয়। এই তীর্থোৎসবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডীসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত আরও পাঁচ জন ফাদার। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মো: জিয়াউর রহমান, এমপি, চাপাই নবাবগঞ্জ ২ আসন। তীর্থোৎসব উপলক্ষ্যে বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ১৫০০ খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। এই পর্ব ও তীর্থোৎসব উপলক্ষ্যে খ্রিস্টভক্তদের আধ্যাত্মিক প্রস্তুতির জন্য নয় দিন ব্যাপী বিশেষ নভেনা প্রার্থনা ও  খ্রিস্টযাগের আয়োজন করা হয়। উক্ত নভেনার খ্রিস্টযাগে ফাদারগণ সাধু যোসেফের বিভিন্ন গুণাবলী নিয়ে সহভাগিতা করেন।

এই তীর্থোৎসব উপলক্ষ্যে  ১৮ মার্চ সন্ধ্যায় সাধু যোসেফের মূর্তি নিয়ে রোজারিমালা প্রার্থনা ও গান সহযোগে একটি ভক্তিপূর্ণ আলোক শোভাযাত্রা করা হয়। এতে ধর্মপল্লীর ফাদার সিস্টারসহ আশেপাশের বিভিন্ন গ্রামের খ্রিস্টভক্তগণ অংশগ্রহণ করেন।

১৯ মার্চ সকাল ৯:০০ ঘটিকায় ক্রুশের পথ এবং সকাল ১০:০০ ঘটিকায় পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী এবং সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বার্নার্ড রোজারিও, সহকারি পাল-পুরোহিত ফাদার যোয়াকিম হেম্ব্রমসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদারগণ।  খ্রিস্টযাগের উপদেশে ফাদার ফাবিয়ান মারান্ডী সাধু যোসেফের জীবন ও বিভিন্ন গুণাবলী সম্পর্কে সহভাগিতা করতে গিয়ে বলেন- মহান সাধু যোসেফ ছিলেন একজন নীরব কর্মী ও ঈশ্বরের একান্ত বাধ্যগত সেবক। তাই, আমরা প্রত্যেকেই যেন এই মহান সাধু যোসেফের মতো সৎ, আদর্শ, নিষ্ঠাবান ঈশ্বর সেবক হয়ে উঠি এবং অন্তত:পক্ষে তার একটি গুণ নিজের জীবনের মুল মন্ত্র হিসেবে বেঁছে নেই।

পরিশেষে ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার বার্ণার্ড রোজারিও  সকলকে তীর্থোৎসব এবং পর্বীয় খ্রিস্টযাগে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই তীর্থ উৎসবকে ‍সুন্দর ও সাফল্যমণ্ডিতভাবে উদযাপন করার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য- সহযোগিতা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে সাধু যোসেফ যেভাবে পবিত্র পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন ঠিক একইভাবে নিজ নিজ পরিবারে কর্তাগণও যেন সাধু যোসেফের ন্যায় দায়িত্বশীল পিতা হয়ে উঠেন সেই আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার যোয়াকিম হেম্ব্রম

Please follow and like us: