পবিত্র আরাধনা ও মঙ্গলানুষ্ঠানের মধ্য দিয়ে আধ্যাত্মিক প্রস্তুতির পর ২৮ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দে, সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লী ফৈলজানায় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও- এর যাজকীয় জীবনের রজত জয়ন্তী উদযাপন করা হয়। রজত জয়ন্তীর খ্রীষ্টযাগে প্রধান পৌরহিত্য করেন জুবিলী পালনকারী ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও এবং তাকে সহায়তা করেন আরেকজন জুবিলী উৎযাপনকারী দিনাজপুর ধর্মপ্রদেশের ফাদার আন্তনী সেন এবং ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি। পবিত্র খ্রীষ্টযাগে বিশপ জের্ভাস রোজারিও তার উপদেশ বাণীতে ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও এর যাজকীয় জীবনের দীর্ঘ ২৫ বছরে পালকীয় সেবাদায়িত্বগুলো তুলে ধরেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এই জুবিলীর খ্রীষ্টযাগে ৩২ জন ফাদার, কয়েকজন সিষ্টারসহ ধর্মপল্লীর খ্রীষ্টভক্তগণ অংশগ্রহণ করেন। খ্রীষ্টযাগের পর চিক্নাই নামক একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পরে ধর্মপল্লীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।
ফৈলজানা ধর্মপল্লীতে উদযাপিত হলো ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও- এর যাজকীয় জীবনে রজত জয়ন্তী
Please follow and like us: