গত ২৫শে মার্চ রাজশাহী শহরে অবস্থিত, পবিত্র পরিবার ধর্মপল্লীতে “এসো জপমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি” মূলসুরের উপর ভিত্তি করে, পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার , দূত সংবাদের মহাপর্বদিন উদযাপন এবং তপস্যাকালীন আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করার সেমিনারের আয়োজন করা হয়। এতে ফাদার, সিস্টার, ভলেন্টেয়ার ও অংশগ্রহণকারী পিতামাতাগণসহ মোট সংখ্যা ছিল ৮০ জন।

সকাল ৭টায় দূত সংবাদের মহাপর্বে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা। সকাল ৯:৩০ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে সেমিনারটি আরম্ভ করা হয়। রাজশাহীর পালকীয় সেবাকেন্দ্র হতে সিস্টার ক্লাউদিয়া কিস্পট্টা সিআইসি ও রাজশাহীর বিশপ ভবন হতে সিস্টার মারীয়া কিস্কু সিআইসির সহযোগিতায় সেমিনারটি পরিচালনা করা হয়।

সিস্টার মারীয়া কিস্কু জপমালা প্রার্থনা বিষয়ক সহভাগিতায় বলেন, “মা মারীয়া আমাদের সবাইকে ভালবাসেন এবং সমভাবেই সবাইকে ভালবাসেন। রোজারীমালা অর্থাৎপবিত্র  জপমালা প্রার্থনা একটি পারিবারিক প্রার্থনা। মা মারীয়া আমাদের প্রার্থনা শুনেন ও তা পূরণ করে থাকেন। জপমালা প্রার্থনা আমাদের নিত্য দিনের সহজ সরল মৌখিক ও এটি একটি গভীর ধ্যানমূলক প্রার্থনা। তিনি রোজারী মালা প্রার্থনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সবাইকে প্রাত্যহিক জীবনে নিয়মিত জপমালা প্রার্থনা করার জন্য আহ্বান জানান। ”

অংশগ্রহণকারীগণ তপস্যাকালীন আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ পূর্ণমিলন সংস্কার গ্রহণ করেন। এতে শ্রদ্ধেয় ফাদার নবীন পিউস কস্তা  বিশপ ভবন থেকে ও মুশরইলের সেন্ট পিটার সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ পাপস্বীকার শুনার জন্য শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমাকে সহযোগিতা করতে আসেন।

পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার হেনরী  তার সহভাগিতায় বলেন “জপমালা প্রার্থনায় আমরা মুখে জপমালা প্রার্থনা বলি, কিন্তু আমাদের হৃদয়ে আমরা যিশুর জীবন নিয়ে ধ্যান করি। পবিত্র বাইবেলের যিশুর সম্পূর্ণ জীবনের ঘটনাগুলো এই জপমালা প্রার্থনায় চারটি নিগূরতত্বে তুলে ধরা হয়েছে।” তিনি আরও ব্যাখ্যা করেন কিভাবে এই রোজারীমালা ব্যবহার করে জপমালা প্রার্থনা করা হয়। তিনি বলেন, ছোট বেলায় বাড়ীতে থাকাকালীন সময়ে আমি জপমালা প্রার্থনাটি মুখস্থ করেছি ও এরপর থেকে এখনও পর্যন্ত বই না দেখে জপমালা  প্রার্থনাটি সম্পূর্ণভাবে  পরিচালনা করতে পারি। পরে তিনি  সকল সিস্টারদেরকে ধন্যবাদ জানায় এই সেমিনারটি পবিত্র পরিবার ধর্মপল্লীতে আয়োজন ও পরিচালনা করার জন্য।

অত:পর সিস্টারগণ অংশগ্রহণকারীদের মধ্যে ২০২৩ সালের ক্যালেন্ডার বিতরন করেন। । মধ্যান্থ আহার বিতরনের মধ্য দিয়ে দিনটির সমাপ্ত ঘোষণা করা হয়।

 

বরেন্দ্রদূত রিপোর্টার: সিস্টার শিবলী পিউরীফিকেশন, এমপিডিএ

Please follow and like us: