“স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা” প্রতিযোগিদের কণ্ঠে যেন বেঁজে উঠছে স্বাধীনতার কবিতা। ২৬ মার্চ বাংলাদেশ তথা প্রতিটি বাঙালির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সেকারণেই মহা আনন্দে; সমারহে এবং গুরুত্বসহকারে সেন্ট পলস্ হাইস্কুলে পালন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন, স্কাউট দলের মাঠ প্রদর্শন এবং লাল-সবুজের সাজে একদল শিক্ষার্থীদের নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবস উদযাপন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান সভাপতিসহ সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ। কবিতা প্রতিযোগিতার পর বির্তক প্রতিযোগিতা এই দিবসটি উদযাপন সার্থক করে তোলে। বির্তক প্রতিযোগিতার বিষয় ছিলো “স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন”।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল রিবেরু
Please follow and like us: