মুক্তিদাতা হাই স্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে পালন করা হয়। দিবসকে সামনে রেখে সকাল ৬:০০ টায় দেশের মঙ্গল ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে ফাদার ফাবিয়ান মারান্ডী  বিশেষ প্রার্থনা করেন। অত:পর সকাল ৯:৩০মি. বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী এই বিশেষ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্যের দ্বারা সকল অতিথি, শিক্ষক-শিক্ষকা, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে ফুলের তোড়া, ব্যাচ ও উত্তোরিয় প্রদান করে বরণ করে নেওয়া হয়। ফাদার ফাবিয়ান মারান্ডী তার সহভাগিতায় বলেন, ত্রিশ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা পেয়েছি, একটি ভূ-খন্ড পেয়েছি। যাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা যেন সবসময় থাকে। তারা যেমন দেশ প্রেমী ছিল আমাদেরও দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন মিসেস সবিতা মারান্ডী, মোঃ রফিকুল ইসলাম, মনিকা ঘরামী ও প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি। দিনের কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি, শ্রেণী ভিত্তিক দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা ও প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তঃ ক্লাস ছেলে ও মেয়ে আলাদা ভাবে প্রীতি ফ্রেন্ডলী ফুটবল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন লূক পিউরীফিকেশন

Please follow and like us: