২৬ মার্চ ২০২৩, সুরশুনিপাড়া ধর্মপল্লীর লোভেরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। রবিবাৎসরীয় খ্রিস্টযাগের পর বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলি ও অভিভাবকদের নিয়ে সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান করার পর বিদ্যালয়ের মিলনায়তনে দেশাত্মবোধক ছড়া, কবিতা, গান, নাচ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মহান স্বাধীনতা দিবস তাৎপর্য সহভাগিতা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস মার্শেলা বাস্কে। তিনি বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস আমাদের বাঙ্গালী জাতির একটি তাৎপর্যপূর্ণ, স্মারণীয় ও বরনীয় দিন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের ডাকে সাড়া দিয়ে লাখ লাখ বাঙ্গালী দেশ রক্ষার জন্য পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা অজির্ত হয়েছে। আজ আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুরেশ পিউরীফিকেশন বলেন, ‘বাঙ্গালী জাতি হিসেবে আজকে আমরা গর্বিত যে,লাখ শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। যাঁদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই তাঁদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। আজকে আমরা শপথ করি, যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তা যেন রক্ষা করতে পারি। মহান স্বাধীনতার ইতিহাস যেন ভুলে না যাই।’
পরিশেষে প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন