১৮-২০ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ রাজশাহী পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের উদ্যোগে অষ্টম শ্রেণীর মেয়েদের জন্য ‘যিশুর আহ্বান : মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’-মুলসুরের উপর ভিত্তি করে আহ্বান বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এতে ৭০ জন মেয়ে, বিভিন্ন সম্প্রদায় থেকে আগত ১০ জন সিস্টার, ৫ জন ভলেন্টিয়ার ও কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া এবং সেক্রেটারি ফাদার স্বপন পিউরীফিকেশনসহ মোট ৮৭ জন অংশগ্রহণ করেন। পবিত্র আরাধনা, প্রদীপ প্রজ্জ্বলন, শুভেচ্ছা নৃত্য, শুভেচ্ছা বক্তব্য, পরিচিতি পর্ব ও বিভিন্ন সিস্টার সম্প্রদায়ের কার্যক্রমের উপর ভিত্তি করে ভিডিও চিত্র দেখানো হয়।
মুলসুরের উপর সহভাগিতা রাখেন সিস্টার রেবেকা, সিআইসি। তিনি সহভাগিতায় তুলে ধরেন যিশুর আহ্বানে সাড়াদানের জন্য দরকার যিশুর সাথে মিলিত হওয়া প্রার্থনায়, দয়ার কাজে ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। ছোট বয়স থেকে অন্তরে যিশুর আহ্বান উপলব্দি করে সেই ভাবে জীবন-যাপন করা। ‘ঐশ আহ্বানে সাড়াদানে করণীয়’- বিষয়ে সহভাগিতা করেন ফাদার যোহন উত্তম রোজারিও। উক্ত বিষয়টি সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য তিনি বাইবেলের বিভিন্ন উক্তি, ঘটনা ও গল্পের মাধ্যমে তা তুলে ধরেন।
অতঃপর বিভিন্ন সিস্টার সম্প্রদায়ের সিস্টারগণ তাদের নিজ নিজ সম্প্রদায়ের ক্যারিজম তুলে ধরেন ভিডিও চিত্রসহ সহভাগিতার মাধ্যমে। সমাপনী খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ডিডি। তিনি উপদেশে তুলে বলেন, যিশুর আহ্বানের বিভিন্ন দিকসমূহ। বর্তমান বাস্তবতায় যিশুর আহ্বান উপলদ্ধি করে সাড়াদান যদিও কঠিন কিন্তু অসম্ভব নয়। যিশু আমাদের সবার দিকেই হাত বাড়িয়ে রয়েছেন। তিনি প্রশ্ন করেন, আমরা কী প্রস্তুত তার ডাকে সাড়া দিতে?
রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনী কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়ার ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন