গত ৩০ এপ্রিল ২০২৩ খ্রিস্টবর্ষ বিদিরপুর গ্রামে গির্জাঘর উদ্বোধন উপলক্ষ্যে পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটি,ডিডি – কে সান্তালি নৃত্যের মধ্য দিয়ে খ্রিস্টভক্তগণ বরণ করে নেন। পবিত্র খ্রিস্টযাগের প্রারম্ভে বিশপ মহোদয় ফিতা কেটে এবং আশির্বাদ প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চন করার মধ্য দিয়ে চাঁদপুকুর ধর্মপল্লী অধিনস্থ বিদিরপুর গ্রামের নতুন গির্জিকা উদ্বোধন করেন। উক্ত দিনে পবিত্র খ্রিস্টযাগে উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। সেই সাথে পবিত্র খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলেসারিও সিরো মন্তোয়া , সহকারি পাল-পুরোহিত ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু, দুইজন শান্তিরাণী সিস্টারসহ বিভিন্ন গ্রামের খ্রিস্টভক্তগণ।
বিশপ মহোদয় বলেন- এটা আনন্দের বিষয় যে, আপনাদের নিজেদের অর্থায়নে এই গির্জাঘর নির্মাণ করেছেন এবং আপনাদের প্রত্যেকের দায়িত্ব এই গির্জাঘরে ঈশ্বরের আরাধনা ও উপাসনা করা। সেই সাথে আপনাদের হৃদয়ের গির্জাঘরে ঈশ্বরকে স্থান দিবেন এবং আদর্শ গ্রাম হয়ে উঠবেন।
উক্ত দিনে বিশপ মহোদয় দীক্ষাস্থান ও হস্তার্পণ সংস্কার প্রদান করেন। পবিত্র খ্রিস্টযাগের পর খ্রিস্টভক্তগণ বিশপকে দানসামাং প্রদান করেন এবং আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার বেলেসারিও সিরো মন্তোয়া