“ভগবানের পালে আমি পালিত মেষ, আমার কিসের অভাব “ সকল খ্রিস্টভক্তের সুললিত ধ্বনিতে গত ৭ মে ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে পালন করা হয় “উত্তম মেষপালক” মহাপর্ব।
বিগত নয়দিনের নভেনা প্রার্থনা, পবিত্র খ্রিস্টযাগ, পাপস্বীকার সংস্কারের মধ্য দিয়ে ধর্মপল্লীর ভক্তজনগণ আধ্যাত্মিক ও বাহ্যিক প্রস্তুতি গ্রহণ করেন।
পর্বীয় মহা খ্রিস্টযাগ উৎসর্গ করেন, রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও। সহার্পিত খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী, মুন্সিনিয়র ফাদার মার্শেল ফিলিপ তপ্ন, সহকারী পাল-পুরোহিত ফাদার শ্যামল জেমস গমেজ, ফাদার লিটন কস্তা,ও ফাদার লিপন প্যাট্রিক রোজারিও।
বিশপ মহোদয় তাঁর উপদেশে বলেন, “ প্রভু যিশু খ্রিস্ট হলেন উত্তম মেষপালক। আজকের এই পর্ব দিনে আমি সকলকে আহ্বান জানাই, আমরা প্রত্যেকেই যেন আমাদের নিজ নিজ অবস্থানে থেকে উত্তম মেষ পালকের আদর্শ অনুসরণ করতে পারি। উদাহরণস্বরূপ বলতে চাই, পিতা-মাতাগণ যেন তাদের সন্তানদের জন্য হয়ে উঠেন একেকজন উত্তম মেষপালক। তাই তাদের জীবনাদর্শও হতে হবে উত্তম মেষপালকের ন্যায়। মেষপালক যেমন তার মেষগুলোকেও হারাতে চান না তেমনি পিতা-মাতাগণও তাদের সন্তানদের যত্ন ও ভালোবাসার মধ্যদিয়ে বেড়ে উঠতে সাহায্য করবেন। ছেলে-মেয়েদেরকেও হয়ে উঠতে হবে উত্তম মেষশাবক। যেন তারা তাদের পিতা-মাতাদের জীবনাদর্শ, বিশ্বাস ও ভালোবাসার মধ্যদিয়ে নিজেদের জীবন গঠন করতে পারে।
পর্বদিন উপলক্ষ্যে পবিত্র খ্রিস্টযাগের পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । এরপর সন্ধ্যা সাতটার সময় নিজস্ব সৃষ্টি-কৃষ্টির অংশ হিসেবে অংকন, নৃত্য প্রতিযোগিতাসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ক্যাথিড্রাল ধর্মপল্লীর বিসিএসএম ও স্নেহনীড়ের যুবক-যুবতীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ কনসার্ট-এর আয়োজন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার শ্যামল গমেজ