গত ১৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার গুল্টা ধর্মপল্লীতে হস্তার্পণ প্রার্থীদের হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করা হয়। গুল্টা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে হস্তার্পণ সংস্কার প্রার্থীগণ ধর্মপল্লীতে অবস্থান করে সকল প্রকার প্রস্তুতিমূলক ক্লাসে অংশগ্রহণ করে। আগের দিন বিকালবেলা হস্তার্পণ প্রার্থীদের জন্য পাপস্বীকার সংস্কারের ব্যবস্থা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিওসহ ৩ জন পুরোহিত, ৫ জন সিস্টার এবং ৫০ জন হস্তার্পণ প্রার্থী ও প্রায় ২৫০ খ্রিস্টভক্ত।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও,এসটিডি,ডিডি এবং তার সহার্পিত খ্রিস্টযাগে ছিলেন পাল-পুরোহিত ফাদার কার্লো বুজ্জি, পিমে, ফাদার ফ্রান্সিস ও ফাদার মিন্টু রায়।
খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় তার বক্তব্যে বলেন- আজকে তোমাদের মধ্য থেকে ৫০ জন হস্তার্পণ সাক্রামেন্ত লাভ করার মধ্যদিয়ে তোমরা সকলে হয়ে উঠেছো যিশু খ্রিস্টেরই সৈনিক। তবে এ খ্রিস্ট সৈনিক হয়ে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেন তোমরাও বিশ্বাসে পরিপূর্ণ হয়ে খ্রিস্টের ন্যায় মুক্তিদায়ী কাজে অংশ নিতে পার।
ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কার্লো বুজ্জি সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, আজকের এই দিন উদযাপন করতে যারা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা দিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এখানে উপস্থিত আমাদের পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কেননা, শত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে ভালবেসে তার এই মূল্যবান সময় উপহার দিয়েছেন। সেইসাথে বিভিন্ন ফাদারগণ ও সিস্টারগণ যারা প্রত্যক্ষ-পরোক্ষভাবে উপস্থিত হয়ে সাহায্য-সহযোগিতা দিয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ।
বরেন্দ্রদূত নিজস্ব রিপোর্টার