যিশুর পবিত্র হৃদয়ের ধর্মপল্লী বেনীদুয়ারে মহাসমারোহে শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। এতে  ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৩০০ জন শিশু অংশগ্রহণ করেন।  আগের দিন সন্ধ্যায় পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবসের শুভ উদ্বোধন করেন পাল-পুরোহিত  ফাদার মাইকেল কোড়াইয়া ।

পবিত্র খ্রিস্টযাগের  শিশুমঙ্গল দিবসের কার্য্যক্রম  শুরু করা হয়। শিশুদের জন্য পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন  ফাদার মাইকেল কোড়াইয়া। পবিত্র খ্রিস্টযাগের  উপদেশ দেন শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক গমেজ।  তিনি তার উপদেশে বলেন, শিশুরা, তোমরা অনেক ভাল ও পবিত্র। তোমাদের দেখে আমরা অনেক কিছু শিখি। তোমাদের আরো অনেক ভালো করতে হবে, ভালো কিছু শিখতে হবে যেন তোমরা আরো ভালো মানুষ হতে পারো।

এছাড়াও তিনি কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন। পবিত্র খ্রিস্টযাগের  পর শিশুদের নিয়ে শুরু হয় আনন্দ র‌্যালি। র‌্যালির শেষে টিফিন খাওয়ার পর শিশুদের জন্য থাকে আলোচনা সভা। আলোচনা সভায় শিশুদের উদ্দেশ্যে পাল-পুরোহিত বলেন, শিশুরাই ঈশ্বরের খুব কাছাকাছি স্থানে থাকে। কারণ যিশু বলেছেন, শিশুর মত সরল যারা স্বর্গরাজ্য তাদেরই। তিনি শিশুদের বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করেন যেন তারা ভবিষ্যতে ভাল কিছু করতে পারে।

প্রফেসর আলবার্ট সরেন বলেন, তোমাদের এই ছোট বয়স থেকেই ভাল কিছু করার স্বপ্ন দেখতে শুরু করতে হবে। ওয়ার্ল্ড ভিশনের ডেনিস তপ্ন বলেন, তোমরা যেন ভালভাবে বেড়ে উঠো। তাই ওয়াল্ড ভিশন তোমাদের নিয়ে অনেক বিষয়ে চিন্তা করে। তোমরা ভাল করো এটাই আমরা চায়।

আলোচনা সভা শেষ হলে, শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশুরাই নাচ, গান, কবিতা, কৌতুক ও অভিনয় দিয়ে সবাইকে মাতিয়ে রেখে আনন্দ প্রদান করে। অতপর দুপুরের খাবার খাওয়ার পর শিশুদের বিদায় দেওয়া হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার মাইকেল কোড়াইয়া

Please follow and like us: