গত ১৮-২০ মে ২০২৩ খ্রিস্টাব্দ রহনপুর ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে পালিত হল যুব সেমিনার। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মোট ১৯০ জন যুবক-যুবতি এই সেমিনারে অংশগ্রহণ করে। সেমিনারটির মূলভাব ছিলো: “মারীয়া উঠে সঙ্গে সঙ্গে যাত্রা করলেন”।

১৮ মে আগমন ও রেজিষ্টেশন, রাতে সেমিনারের উদ্বোধন করেন ফাদার বার্ণাড রোজারিও। ঐদিন রাতে ফাদার প্রশান্ত আইন্দের পরিচালনায় একটি নৈতিক শিক্ষামূলক ছায়াছবি দেখানো হয় যার মূলশিক্ষা ছিল ‘ ভালো কাজে মন্দতার পরাজয়’।

১৯ মে সকালে উদ্বোধন খ্রিস্টযাগ অপর্ণ করেন ফাদার প্রশান্ত আইন্দ। দিনের কার্যক্রমে প্রথমে আহ্বান জীবনের উপর সহভাগিতা করেন ফাদার প্লাবন রোজারিও, ওএমআই, মূলভাবের উপর সহভাগিতা করেন ফাদার যোয়াকিম রবিন হেম্ব্রম এবং ধর্মপল্লীতে যুবাদের অংশগ্রহণ এই বিষয়ের উপর প্রাণবন্ত উপস্থাপনা দেন ফাদার প্রশান্ত আইন্দ।

বিকালে রাজশাহী ধর্মপ্রদেশের ওয়াইসিএস এর চ্যাপলেইন ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু ওয়াইসিএস বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। একই দিনে বিসিএসএম রাজশাহী ধর্মপ্রদেশের কার্যকরী পরিষদের ৬ জন বিশিষ্ট একটি দল ধর্মপল্লীতে আগমন করেন। রহনপুর ধর্মপল্লীতে বিসিএসএম এর নতুন ইউনিট শুরু করার লক্ষ্যে প্রতিনিধি দল বিসিএসএম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

দিনের শেষে মা-মারীয়ার বিশেষ আশীর্বাদ যাচ্না করে শোভাযাত্রার মাধ্যমে রোজারিমালা প্রার্থনা করা হয়। রাত্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্তি ঘটে। ২০ মে সকালে সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার বার্ণাড রোজারিও, পাল-পুরোহিত, রহনপুর ধর্মপল্লী। তিনি উপদেশ বাণীতে বলেন, “ ছাত্র নং অধ্যয়ন তপ” ছাত্র/ছাত্রী জীবনের একমাত্র কাজ হল পড়ালেখা করা আর এজন্য তপস্যা করতে হয়। তাই যার যার অবস্থা থেকে আমরা যেন মনোযোগ সহকারে পড়াশুনা করি। কারণ পড়াশুনার কোন বিকল্প নেই। পড়াশুনার মাধ্যমে আমরা নিজেকে আলোকিত করতে পারব এবং অন্যকেও আলোকিত করব”।

খ্রিস্টযাগের শেষে সব কিছুর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে যুব সেমিনার ২০২৩ সমাপ্ত ঘোষণা করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু

Please follow and like us: