২৮ মে বনপাড়া ধর্মপল্লীতে উদযাপিত হলো পঞ্চাশত্তমী মহাপর্ব ও হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান। পর্বীয় মহাখ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও আরো ৬ জন যাজক এবং প্রায় ছয় শতাধিক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন ।  এই খ্রিস্টযাগে ৮৫ জন ছেলে-মেয়েকে হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়।
খ্রিস্টযাগে বিশপ মহোদয় তার উপদেশে বলেন-” পবিত্র আত্মার শক্তিতে শিষ্যগণ নানা ভাষায় কথা বলতে শুরু করেন যা এক আশ্চর্য কাজ।পবিত্র আত্না আমাদের পরিচালিত করেন সত্যের পথে চলতে। তোমরা যারা আজ হস্তার্পণ গ্রহণ করবে তোমরা আগেরদিন পাপস্বীকার গ্রহণ করেছ কারণ পাপস্বীকার ও হস্তার্পণ এই দুটি সাক্রামেন্ত একই সাথে যায়। আজ হলো মাতা-মণ্ডলির জন্মদিন কারন আজকের দিনেই পবিত্র আত্মা নেমে এসেছিলেন। “
বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা বলেন, ” আজ আমরা অত্যন্ত আনন্দিত কারন আজকে আমাদের ধর্মপল্লীর অনেকজন ছেলে মেয়ে হস্তার্পণ সংস্কার গ্রহণ করেছে। ধন্যবাদ  জানাই পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও সহ উপস্থিত সকল ফাদারদেরকে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এছাড়াও হস্তার্পণ সাক্রামেন্তকে কেন্দ্র করে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ।”
হস্তার্পণ প্রার্থী এক তরুণ তৃপ্ত পালমা বলে,” আমি আজ খুব খুশি হস্তার্পণ সংস্কার গ্রহণ করে “এবং রাশি কস্তা বলেন ” আমরা আজ পবিত্র আত্মাকে পেয়েছি তাই খুব ভালো লাগছে”।
পরিশেষে স্মৃতিচিহ্ন  কার্ড আশির্বাদ, বিতরণ ও ফটোসেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও
Please follow and like us: