![](https://www.barendradut.com/wp-content/uploads/2023/05/B-news-B.jpg)
খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পাল- পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন আরও ৩ জন ফাদার। খ্রিস্টযাগে শ্রদ্ধেয় ফাদার তার উপদেশে বলেন, আজ আমরা পালন করছি মা – মারীয়ার সাক্ষাৎকার মহাপর্ব। বর্তমানে আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সাক্ষাৎ করতে পারি তবে সরাসরি যে অনুভূতি অনুভূত হয় অন্য মাধ্যমে তা সম্ভব নয়। তবে মা মারীয়া ও মণ্ডলি ওতপ্রোতভাবে জড়িত। মা মারীয়াকে ছাড়া কাথলিক মণ্ডলি চিন্তা করা যায় না আর এজন্য মণ্ডলিতে সবচেয়ে বেশি মা- মারীয়ার পর্ব রয়েছে প্রায় ২৪/২৫ টি। অনেক আগে থেকেই মা মারীয়ার প্রতি ভক্তি প্রদর্শন করার প্রথা রয়েছে। আমাদের ধর্মপল্লী বা গির্জায় যতই মা মারীয়ার প্রতিকৃতি থাকুক না কেন যদি আমরা প্রার্থনা না করি তবে তা বৃথা। মারীয়া সংঘের উচিত যেখানে বা যে পরিবারে প্রার্থনা হয় না সেখানেও প্রার্থনা করা”।
মারীয়া ভক্ত এক যুবক সনিফ বিশ্বাস তার অনুভূতি প্রকাশ করে বলেন,”মা- মারীয়া আমাকে অনেক ভালোবাসেন এবং আমি মা- মারীয়াকে অনেক ভক্তি ও শ্রদ্ধা করি। মায়ের মধ্য দিয়ে আমি আগামী দিনের পথচলার জন্য শুভাশীর্বাদ যাচনা করি।”
পরে ধর্মপল্লীর পালপুরোহিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বত:স্ফুর্ত অংশগ্রহণের জন্য এবং একই সাথে সকলকে জুন মাসে যিশু হৃদয়ের নিকট নিয়মিত প্রার্থনার আহ্বান জানান।
পরিশেষে দূত সংবাদ প্রার্থনা আবৃত্তির মধ্য দিয়ে প্রার্থনানুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও
Please follow and like us: