২৫ ডিসেম্বর বড়দিন। আর এ বড়দিনকে ঘিরে বিশ^ব্যাপী খ্রিস্ট ধর্মাবলম্বী ভাইবোনদের মাঝে চলে ব্যাপক আনন্দ, উল্লাস ও উৎসব। এসময় আয়োজন করা হয় ধর্মীয়, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান। বড়দিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই গত ২৬ জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী শহরে বসবাসরত খ্রিষ্ট ধর্মাবলম্বী ভাইবোনদের আয়োজনে শহরের রাজপাড়াস্থ কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বড়দিন পুনর্মিলনী ২০১৮ এবং মেয়রের সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ, ভিকার জেনারেল, ফাদার উইলিয়াম মুর্মু, চ্যান্সেলর, ফাদার ইন্মানুয়েল কানন রোজারিও, মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী, এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি এবং রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন উপস্থাপনা অবলোকন করে জনাব খায়রুজ্জামান লিটন বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা যে সাংস্কৃতিক পারফরমেন্স প্রদর্শন করেছে তাদের প্রয়োজনীয় সহায়তা দিলে আমার মনে হয় তারা বিশ^ও জয় করতে পারবে। তিনি দেশের মুক্তির জন্য যারা যুদ্ধ করেছেন তাদের স্মরণ করে বলেন, দেশ অনেক এগিয়েছে। তবে আমি বিশ^াস করি আমাদের সকলের প্রচেষ্টায় আমরা আরো এগিয়ে যাবো। এরই অংশ হিসেবে খুব স্বল্প সময়ের মধ্যেই রাজশাহীতে শিল্প কল-কারখানা স্থাপন এবং কর্মসংস্থানের কাজ শুরু করা হবে। যেখানে আমাদের ছেলে-মেয়েরা যোগ্যতাভিত্তিক কাজ করতে পারবে। উল্লেখ্য তিনি কাথিড্রাল প্যারিশের প্রবেশের নতুন রাস্তার সংস্কার কাজেরও প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরো বলেন, ধর্ম যার যার কিন্তু এই দেশ সবার তাই সবাইকে একসাথে কাজ করতে হবে। বক্তব্য শেষে তাঁকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও বলেন, পিতার জন্য যেমন সন্তানরা বাড়িতে অপেক্ষা করে ঠিক তেমনি আজ আমরা আপনার জন্য অর্থাৎ নগরপিতার জন্য অনুষ্ঠানের সন্তানরা অপেক্ষা করেছে। আপনার জন্য আজ রাজশাহী সবুজ ও পরিষ্কার-পরিচ্ছন্ন। শুধু তাই নয় আপনি রাজশাহীবাসীর জন্য যে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, আমি জানি আপনি এই স্বপ্ন পূরণ করতে পারবেন। রাজশাহীতে আমাদের বেশ কিছু শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিষ্ঠান রয়েছে যেগুলির উন্নয়নে আপনার সমর্থন প্রয়োজন। আশা করি আমরা তা পাব। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী কাথিড্রাল ধর্মপল্লীর প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মি. গাব্রিয়েল হাঁসদা, ফাদার পল গমেজ প্রমুখ।

অনুষ্ঠানে সান্তালি, উরাও ও পাহাড়িয়া কৃষ্টিতে মেয়র মহোদয়কে বরণ করা হয়। এছাড়া ছিল বিভিন্ন সাংস্কৃতি উপস্থাপনা এবং কীর্তনসহ বড়দিনের কেক কর্তন। অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

Please follow and like us: