![](https://www.barendradut.com/wp-content/uploads/2023/06/B-News-B.jpg)
খ্রিস্টযাগে উপদেশ বাণীতে ফাদার বলেন,“সাধু পোপ ষষ্ঠ পল একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি তার জীবনদশায় ভাটিকান মহাসভার দলিল নিয়ে কাজ করেছেন এবং তার পরে তিনজন পোপ হয়েছেন যারা তাদের তিনিই কার্ডিনাল হিসেবে নিযুক্ত করেছিলেন। সেমিনারী শুধুমাত্র একটি গঠনগৃহ নয় এটি একটি মাতৃগর্ভ যেখান থেকে শিক্ষা নিয়ে বাহিরে গিয়ে সেবা প্রদান করবে। তাই আজকের দিনে সকল সেমিনারিয়ানদের জন্য প্রার্থনা করি যেন তারা সুন্দর ভাবে গঠন নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এবং পরিচালকদ্বয় যেন সুস্থ থেকে তাদের পরিচালনা দান করতে পারেন”।
খ্রিস্টযাগের পর সেমিনারীর পরিচালক সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,” সকলকে পর্বীয় শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই যারা পর্বীয় খ্রিস্টযাগে পর্বকর্তা ও উদ্দেশ্য দিয়েছেন তাদের। সর্বোপরি ফাদার শংকর ডমিনিক গমেজ কে ধন্যবাদ জানাই আজকে সুন্দর খ্রিস্টযাগ ও সহভাগিতার জন্য। ”
পরে সেমিনারিয়ানদের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও দুপুরের আহার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও
Please follow and like us: