১ ফেব্রুয়ারী ২০১৯ খ্রিস্টাব্দে, নয়দিন নভেনা ও আধ্যাত্মিক প¯ুÍতির পর পালিত হলো বনপাড়া ধর্মপল্লীর পর্ব এবং তীর্থোৎসব। এতে স্থানীয় এবং রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ৪৫০০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। দীর্ঘ ৯ দিন ধরে রোজারি মালা প্রার্থনা, পবিত্র খ্রিস্টযাগ, নভেনা প্রার্থনা ও পাপস্বীকারের মাধ্যমে বনপাড়া ধর্মপল্লীর খ্রিস্টভক্তরা আধ্যাত্মিকভাবে প্রস্তুতি গ্রহণ করে। পরে ৩১ জানুয়ারী, নভেনার খ্রিস্টযাগের পর মোমবাতি হাতে নিয়ে মিশন বাইপাস ঘুরে আলোর শোভাযাত্রা করা হয় এবং সাধ্বী বার্ণাডেটের উপর ভিডিও প্রদর্শনী করা হয়। আর পর্বের দিন ১ ফেব্রুয়ারী সকালে রোজারি মালা প্রার্থনা এবং পবিত্র ক্রুশের পথের পরে তীর্থের মহাখ্রিস্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং ১২ জন যাজক সহাপর্ন করেন। উপদেশে বিশপ মহোদয় মা ও সন্তানের সম্পর্ক আলোকপাত করে বলেন যে, ‘আমরা যদি বার বার মা বলে ডাকি অবশ্যই মা মারীয়া, সন্তানের সেই আহ্বানে সাড়া দেবেন। তবে কেউ যদি নাও-ডাকি, মা মারীয়া কিন্তু তাকে ফেলে দিবেন না। তিনি আমাদের প্রয়োজন বুঝে তাকে সাহায্য করেন’। তাই মা মারীয়ার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা আরো বেশী বাড়াতে হবে। খ্রিস্টযাগের পরে পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু বিশপ মহোদয়, পর্বকর্তা, অনুদানকারীদের ও তীর্থের বিভিন্ন কমিটি ও সবাইকে ধন্যবাদ জানান। এই ভাবেই তীর্থভক্তরা লূর্দের রাণী মা মারীয়ার আশীর্বাদ নিয়ে নিজ নিজ বাড়ি ফিরে যান।
বনপাড়া ধর্মপল্লীতে উদযাপিত হলো লূর্দের রাণী মারীয়া পর্ব ও তীর্থোৎসব
Please follow and like us: