কারিতাস রাজশাহী অঞ্চল এসডিবিবি প্রকল্প কর্তৃক আজ ২০ জুন প্রবীণ, প্রতিবন্ধী ভাইবোনদের বয়স্ক ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির দাবিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী মাননীয় সংসদ সদস্য রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর)। উপজেলা অডিটোরিয়ামে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্ত-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. ডেভিড হেম্ব্রম আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল এবং জনাব মো. জাহাঙ্গীর আলম উপজেলা চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ, রাজশাহী প্রমুখ। এছাড়া অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ।
সভায় প্রধান অতিথি প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ১০টি সেলাই মেশিন ও সুপেয় পানির জন্য ১০ টি নলকুপ প্রদান করবেন মর্মে তিনদিনের মধ্যে তালিকা প্রদান করার অনুরোধ জানান। এছাড়া তিনি বয়স্ক ভাতা বৃদ্ধির বিষয়টি পরবর্তী সময়ে যথাযথ কর্তপক্ষকে জানাবেন মর্মে অবগত করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ডি ক্রুশ