![](https://www.barendradut.com/wp-content/uploads/2023/06/B-News-1.jpg)
প্রার্থনার শুরুতে বোর্ডিং মাস্টার বলেন,” আমাদের পরিবারে একজন পিতা তার সমস্ত দায়িত্ব নিজের কাধে তুলে নিয়ে একা বহন করেন ঠিক যেমনটি যিশু করেছেন। অনেক সময় আমরা অন্যায় আবদার করি যেগুলো ঠিক না। আমাদের এ বিষয়গুলো মাথায় নিয়ে চলতে হবে এবং বাবাদের কষ্টগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।”
পরে পবিত্র ক্রুশের আরাধনা করা হয়। পবিত্র ক্রুশের আরাধনায় অংশ নিয়ে একান্তভাবে নিজ নিজ বাবাদের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।
প্রার্থনার শেষে লর্ড রোজারিও সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, ” আমাদের পিতারা পরিবারে আমাদের জন্য যেমন কষ্ট করেন তেমনি আমাদের তাদের কষ্ট চিন্তা করা উচিত। আমাদের পিতাগণকে যিশুর ক্রুশের চরণে রাখি”।
পরিশেষে দূত সংবাদ প্রার্থনা আবৃত্তি ও যিশুর পবিত্র হৃদয়ের গান গাওয়ার মধ্য দিয়ে প্রার্থনানুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও
Please follow and like us: