গতকাল রবিবার ২রা জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ সাধু পিতরের সেমিনারীতে পালন করা হলো সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডীর জন্মদিন। জন্মদিনকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৬:১৫ মিনিটে ফাদারের মঙ্গল কামনায় প্রার্থনা ও সকাল ৭:০০ টায় রবিবাসরীয় পবিত্র খ্রিস্টযাগ উদযাপন করা হয়। খ্রিস্টযাগ শেষ হলে সাধু পিতর ধর্মপল্লীর পক্ষ থেকে ফাদারকে জন্মদিনের ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। পরে সেমিনারিয়ানগণ ফাদারকে কীর্তন করার মাধ্যমে সেমিনারী ভবনে নিয়ে আসেন।

ফাদারের জন্মদিন উপলক্ষে সকাল ১০:৩০ টায় একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার উদ্বোধনী বক্তব্যে ফাদার বলেন, এই খেলা যেন তোমাদের বিরোধের কারণ না হয়ে আনন্দের, বন্ধুত্বের ও তোমাদের সৌন্দর্যের কারণ হয়।

সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিমন্ত্রিত অতিথিদের নিয়ে ফাদারের মঙ্গল কামনায় মা –মারীয়ার নিকট রোজারিমালা প্রার্থনা করা হয়। এরপর সন্ধ্যা ৭:৩০ মিনিটে নিমন্ত্রিত অতিথিগণকে নিয়ে ফাদার বিশ্বনাথ জন্মদিনের কেক কাটেন এবং তাকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, ভিকারেল জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ, শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম র্মুমু, উন্নয়ন কর্মকর্তা, রাজশাহী ধর্মপ্রদেশ, শ্রদ্ধেয় ফাদার বাবলু কোড়াইয়া,পরিচালক , খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, শ্রদ্ধেয় ফাদার সুনিল ডানিয়েল রোজারিও, আধ্যাত্মিক পরিচালক, সাধু পিতর সেমিনারী এছাড়াও ২৬ জন নিমন্ত্রিত অতিথিসহ সেমিনারিয়ানগণ।

অনষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে ফাদার ফাবিয়ান বলেন, তোমাকে সমর্থন করি বলেই আজ আমরা এখানে সমবেত হয়েছি।

পরে অনুষ্ঠানের মধ্যমণি ফাদার বিশ্বনাথ মারান্ডী তার অনুভূতির বক্তব্যে বলেন, আমি এই প্রথমবার বাংলাদেশে আমার জন্মদিন পালন করছি।

পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়

বরেন্দ্রদূত রিপোর্টার: প্রশান্ত র্মুমু

Please follow and like us: